Rajasthan Police Constable Recruitment 2025: রাজস্থান পুলিশ কনস্টেবল এবং ড্রাইভার নিয়োগ করছে। পুলিশ লাইনে যাওয়ার যাদের খুব ইচ্ছা, দেশের কাজ, দশের কাজ করতে যারা ভালোবাসে তারা রাজস্থান পুলিশে আবেদন কর। উচ্চ মাধ্যমিক যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে।
রাজস্থান পুলিশের শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা ও অন্য়ান্য় সমস্ত জানকারী নিয়ে হাজির হয়েছি আজকের প্রতিবেদনে। আজকে আলোচনা করব কিভাবে নিয়োগ হবে রাজস্থান পুলিশে তোমরা প্রতিবেদনটি মন দিয়ে পড়ো এবং আবেদন কর।
নিয়োগকারী দপ্তর: Rajasthan Police.
পদের নাম (Rajasthan Police Constable Recruitment 2025)
- Police Constable
- Police Constable (Police Telecom Operator/Driver)
শূন্যপদের সংখ্যা
পদের নাম | শূন্যপদ |
Police Constable | 8148 টি |
Police Constable (Police Telecom Operator/Driver) | 1469 টি |
শিক্ষাগত যোগ্যতা
রাজস্থান পুলিশের কনস্টেবল এবং ড্রাইভার নিয়োগের যে বিজ্ঞপ্তিটি বের হয়েছে সেই নোটিফিকেশনটি চেক করে নাও সেখানে যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া আছে।
সাধারণভাবে যোগ্যতা হিসাবে এখানে 12th Pass বলা হয়েছে।
বেতন কত পাবেন পুলিশে নিয়োগে?
রাজস্থান পুলিশের বেতনক্রম অর্থাৎ মাসে কত বেতন হবে তার সব কিছু জানতে কনস্টেবল এবং ড্রাইভারের বেতনক্রম চেক কর নীচে দেওয়া নোটিফিকেশনটিতে। বেতন পাবেন রাজস্থান পুলিশে মাসে ১৪,৬০০ টাকা।
আরও পড়ুন: ইণ্ডিয়ান ওয়েল কর্পোরেশন লিমিটেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ! উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন।
বয়সসীমা কত?
পদের নাম | বয়সসীমা |
Police Constable | 18-24 বছর (1st January, 2026 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)। |
Police Constable (Police Telecom Operator/Driver) | 18-24 বছর বয়স লাগবে ১লা জানুয়ারি, ২০২৬ অনুযায়ী হিসাব করে নেবেন বয়স। |
আবেদন (Rajasthan Police Constable Recruitment 2025)
- প্রথমে রাজস্থান পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে যাও।
- তারপর Recruitment অপশনে যাবেন সেখানে কনস্টেবল এবং ড্রাইভার পদের বিজ্ঞপ্তিটি দেখতে পাবে।
- বিজ্ঞপ্তিটি থেকে এই দুটি পদের শিক্ষাগত যোগ্যতা দেখে নাও।
- যদি আপনি 12th পাশ করে থাকেন তাহলে কনস্টেবল অথবা ড্রাইভার পদে আবেদন কর। এখানে অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন ফি থাকলে তা প্রদান কর।
- অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করা হয়ে গেলে সাবমিট করে দাও।
- তারপর একটা প্রিন্ট নিয়ে রাখুন রাজস্থান পুলিশের নিয়োগের সময় দরকার লাগবে।
আবেদন ফি
- General, BC/EBC (CL) রাজস্থান পরীক্ষার্থীদের ক্ষেত্রে 600/-
- BC/EBC/EWS/SC/ST/TSP of (NCL) রাজস্থান চাকরী প্রার্থীদের জন্য 400/-
- পেমেন্ট করতে হবে অনলাইনে পদ্ধতি।
নিয়োগ পদ্ধতি
- লিখিত পরীক্ষা।
- শারীরিক দক্ষতার পরীক্ষা।
- প্রফিসিয়েন্সি পরীক্ষা।
- ডকুমেন্ট ভেরিফিকেশন।
- মেডিক্যাল পরীক্ষা।
- সবশেষে ইন্টারভিউ ইত্যাদি।
Important Dates
Start Date to Apply Online | 28/04/2025 |
End Date to Apply Online | 17/05/2025 |
Editing Application | 18/05/2025-20/05/2025 |
Important Links
Rajasthan Police Constable Recruitment 2025 | Download |
Official Notice for Police Constable (Police Telecom Operator/Driver) | Download |
Apply Online | Click Here |
Official Website | Click |