Realme C71 মার্কেটে লঞ্চ করা হয়েছে নতুনভাবে নতুন ফিচারগুলির সাথে। 6300 mAh ব্যাটারি এবং 45 ওয়াটের দ্রুত চার্জিং সুবিধা রয়েছে এই স্মার্টফোনটিতে। এই ফোনটিতে 50MP Rear Camera রয়েছে।
Realme C71 স্মার্টফোনটিতে ইউনিসক T7250 চিপসেট থাকছে হুডের নীচে। রিয়েলমি সি71 দুটো কালারে এসেছে 6.67 স্ক্রিনযুক্ত। 120Hz refresh rate থাকছে। 6GB RAM expand করা যাবে 128GB তে।

Realme C71 স্মার্টফোনটির দাম কত?
Realme C71 স্মার্টফোনের দাম ভারতের মার্কেটে ১০,৫০০ টাকা থেকে শুরু হচ্ছে। এতে 4GB RAM থাকছে এবং 128 GB মেমোটির স্টোরেজ থাকছে। 6GB RAM ও 128 GB মেমোটির স্টোরেজের দাম 12,500 টাকা। এই ফোনটি এখন গ্লোবাল মার্কেট যেমন বাংলাদেশ এবং ভিয়েতনামে Black Night Owl এবং Swan White রঙে পাওয়া যাচ্ছে।
Realme C71 স্মার্টফোনটির Specification
| Brand | Realme C71 |
| Operating System | Android 15 based Realme UI and features |
| Display | 6.67 inch HD and 720×1,604pixels |
| Screen | 120Hz refresh rate up to 240Hz touch sampling rate |
| Brightness | 725 nits peak |
| Chipset | Unisoc T7250 |
| RAM | 6 GB can be expanded 18 GB till. |
| Memory Storage | 128 GB |
| Connectivity | Bluetooth 5.2 GPS, GLONASS, Galileo, Wi-Fi |
| Charging | USB Type-C Port |
| Weight | 196g |
Realme C71 এ রয়েছে 50MP AI-backed camera সেল্ফি এবং ভিডিও চ্যাটের জন্য। প্রোটেকশনের জন্য Realme C71 আছে Armorshell Build। পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষিত এবং শকপ্রুফ টেস্টও করা হয়েছে। জল পড়লেও কিছু হবে না অর্থাৎ Waterproof protection এই ফোনটিতে আছে যেটা বলছে Sonic Wave Water Ejection Technology.

এছাড়াও ব্যাটারি 6300mAh সঙ্গে 45 W দ্রুত চার্জিং সাপোর্ট পাওয়া যাচ্ছে। একবার সিঙ্গল চার্জে আপনি 9 ঘন্টা ধরে গেম খেলতে পারেন এমন চার্জিং ক্যাপাসিটি রয়েছে।
Realme C71 স্মার্টফোন সম্বন্ধে আলোচনা করা হল। আপনারা নিজেদের মতামত দেবেন Realme C71 ফোনটির ফিচার আপনাদের কেমন লাগল । টেকনোলজি রিলেটেড আরও আর্টিকেল পড়তে চাইলে কমেন্ট করে জানাবেন।


