RRB Group D Recruitment 2025 : মাধ্যমিক পাশে রেলওয়ে গ্রুপ-ডি তে নিয়োগ! সবাই আবেদন করুন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
RRB Group D Recruitment 2025

RRB Group D Recruitment 2025 : রেলওয়ে ডিপার্টমেন্টে 32,438 শূন্যপদে শুধুমাত্র মাধ্যমিক এবং আইটিআই পাশে বিভিন্ন পদে লোক নিচ্ছে। সমস্ত চাকরী প্রার্থীদের জন্য দারুণ একটা সুযোগ।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ কত রয়েছে, মাসে মাইনে কত পাবেন, কিভাবে নিয়োগ হবে, আবেদন কীভাবে করবেন, এইসমস্ত নিয়েই আজ আমাদের প্রতিবেদন শুরু করব।

Important Dates

আবেদন শুরু২৩ জানুয়ারি, ২০২৫।
আবেদনের শেষ তারিখ২২ ফেব্রুয়ারি, ২০২৫ (11:59 PM)।

নিয়োগকারী দপ্তর : Railway Recruitment Board

Read More : দামোদর ভ্যালি কর্পোরেশনে বিভিন্ন পদে নিয়োগ চলছে! বেতন, ১,৭৭,৫০০ টাকা।

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

মোট শূন্যপদ 32,438।

Pointsman, Assistant, Track Maintainer, Assistant Loco Shed, Assistant Operations, and Assistant TL & AC in Mechanical, Engineering, Electrical, Traffic, S & T, etc এইসব পদের ক্ষেত্রে।

শিক্ষাগত যোগ্যতা

10th Pass, ITI Certification অথবা equivalent qualification অথবা National Apprenticeship Certificate (NAC) issued by NCVT

বয়সসীমা

উপরের যে কোন পদের আবেদনের ক্ষেত্রে (RRB Group D Recruitment 2025) প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩৬ বছর বয়স পর্যন্ত হতে হবে। প্রার্থীকে অবশ্যই 01/01/2025) তারিখ হিসাবে বয়স হিসেব করে নিতে হবে।

How to Apply (RRB Group D Recruitment 2025)

  1. আপনি যে রেলওয়ে নিয়োগ বোর্ড থেকে আবেদন করছেন তার আঞ্চলিক অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. এখন, বিজ্ঞাপন নম্বরের জন্য আবেদন করার লিঙ্কটি দেখুন। CEN 08/2024। ‘New Registration’ -এ ক্লিক করুন এবং সম্পূর্ণ বিবরণ পূরণ করুন।
  3. সফলভাবে রেজিস্ট্রেশন করার পর, আবেদনপত্র পূরণ করতে এগিয়ে যান।
  4. ডকুমেন্ট আপলোড করুন নির্দিষ্ট মাপ অনুযায়ী, এবং প্রয়োজনমতো সেখানে কলামগুলি পূরণ করুন।
  5. এখন, অনলাইন গেটওয়ের মাধ্যমে আবেদন ফি প্রদান করুন। সফলভাবে পেমেন্ট করার পর, রসিদের একটি স্ক্রিনশট নিয়ে রাখুন।
  6. সমস্ত স্টেপ পূরণ করার পর, আপনার আবেদনপত্রটি একবার review করে নিন, তারপর সাবমিট করুন এবং এর একটি প্রিন্টআউট বার করে রাখুন ভবিষ্যতে কাজের জন্য।
DocumentDimensionFormatSizeAdditional Details
Photograph35mm x 45mmJPG/JPEG15-40 KBScanned at 100 DPI
Signature
JPG/JPEG
10-20 KBClear scan in black ink on white paper
Category Certificate
JPG/JPEG
50-100 KBScanned copies of SC/ST/OBC-NCL/EWS certificates

আবেদন ফি (RRB Group D Recruitment 2025)

শুধুমাত্র ডেবিট/ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, অথবা UPI ইত্যাদির মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা যাবে।

সকল প্রার্থী (ছাড় ব্যতীত) – ফি 500 টাকা (CBT পরে 400 টাকা ফেরত, ব্যাংক চার্জ কেটে নিয়ে)।

পিডব্লিউবিডি, মহিলা, ট্রান্সজেন্ডার, প্রাক্তন সৈনিক, এসসি/এসটি, সংখ্যালঘু, ইবিসি – ফি 250 টাকা (CBT, ব্যাংক চার্জ কেটে নেওয়ার পরে সম্পূর্ণ ফেরত দেওয়া হবে)।

প্রার্থীদের জন্য হেল্পলাইন নম্বর

অনলাইন আবেদন জমা দেওয়ার ক্ষেত্রে সহায়তার জন্য, সকাল ১০ টা থেকে বিকাল ৫ টার মধ্যে যোগাযোগ করুন।

ইমেইল – rrb.help@csc.gov.in
ফোন: ০১৭২-৫৬৫-৩৩৩৩ / ৯৫৯২০০১১৮৮

Important Links

RRB Group D Recruitment 2025 (pdf)Download Here
Official WebsiteClick Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment