Sambalpur District Court Recruitment 2025: সম্বলপুর জেলা আদালতে জুনিয়র ক্লার্ক ও টাইপিস্ট নিয়োগ! আবেদন করার প্রক্রিয়া জেনে নিন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Sambalpur District Court Recruitment 2025

Sambalpur District Court Recruitment 2025: সম্বলপুর জেলা আদালত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা, সম্বলপুর জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি চেক করে নাও। অফলাইনের মাধ্য়মে আবেদন জানাতে হবে তোমাদের ১৭ জুনের মধ্যে।

জেলা আদালতে জুনিয়র টাইপিস্ট, জুনিয়র ক্লার্ক চাকরি খুবই দায়িত্বের একটা চাকরি। এই চাকরিতে যারা জয়েন করবে তারা শুধু সম্মানই অর্জন করবে তাই নয় সঙ্গে একটা দায়িত্বপূর্ণ কাজের অভিজ্ঞতা অর্জন করবে।

এই পদের শিক্ষাগত যোগ্যতা, বয়সক্রম, আবেদন প্রণালী সবই বিস্তারিতভাবে জানাব এই প্রতিবেদনটিতে।

নিয়োগকারী দপ্তর: Sambalpur eCourt (Sambalpur District Court)

পদের নাম এবং শূন্যপদের সংখ্যা

পদের নামশূন্যপদ
Junior Clerk & Copyist12
Stenographer Grade III01
Junior Typist02

Read More: স্টেট ব্যাঙ্ক ইণ্ডিয়ায় অফিসার নিয়োগ! বেতন সর্বোচ্চ ৬৩,৮৪০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা (Sambalpur District Court Recruitment 2025)

সম্বলপুর জেলা আদালতে উপরোক্ত পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসাবে ডিপ্লোমা এবং ডিগ্রী থাকতে যে কোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে।

বেতন পরিকাঠামো

পদের নামবেতন (প্রতি মাসে)
Junior Clerk & Copyist19,900-63,200/-
Stenographer Grade III25,500-81,100/-
Junior Typist19,900-63,200/-

বয়সসীমা

চাকরি প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত।

আবেদন প্রণালী (Sambalpur District Court Recruitment 2025)

  • প্রথমে ওড়িশার সম্বলপুর জেলা আদালতের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • তারপর Recruitment or Carrers পেজে গিয়ে কোন কোন পদের নোটিফিকেশন বের হয়েছে চেক করতে হবে।
  • আবেদন ফর্ম ডাউনলোড করতে হবে নোটিফিকেশনটি থেকে।
  • আবেদন পূরণের শেষ তারিখ দেখতে হবে যাতে সময় পার হয়ে না যায়।
  • তারপর ফর্মটির একটি প্রিন্ট বার করে নির্ভুলভাবে পূরণ করতে হবে।
  • আবেদনপত্রটি এবং সমস্ত ডকুমেন্টসহ অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় ১৭ জুনের মধ্যে।

আবেদন পাঠানোর ঠিকানা

To Office of the Registrar, Civil Courts, Sambalpur, Odisha.

আবেদন ফি

কোনোরকম আবেদন ফি নেই এই আবেদনে।

নিয়োগ প্রক্রিয়া

  1. Written Examination
  2. Computer Test
  3. Typing Test
  4. Skill Test
  5. Viva-Voce Test

Important Dates

Application Start date15/05/2025 (শুরু হয়ে গিয়েছে)।
Application End Date17/06/2025

Important Links

Sambalpur District Court Recruitment 2025Download
Official WebsiteClick Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment