আমরা সবাই অপেক্ষায় আছি Samsung Galaxy M36 5G নতুনভাবে মার্কেটে আসার জন্য। কখন লঞ্চ হবে ভারতে? কখন তার ফার্স্ট লুক দেখতে পাবো? এইসব জল্পনার অবসান ঘটিয়ে 27 জুন লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M36 5G মোবাইল। আগে যেমন Samsung Galaxy M35 5G স্মার্টফোনটি বছরের মাঝখানেই লঞ্চ হয়েছিল এবারেও একইভাবে জুনের শেষের দিকে লঞ্চ হতে চলেছে Samsung Galaxy M36 5G।
কিন্তু Samsung Galaxy M36 5G লঞ্চের আগে তার গোপনীয়তা বজায় রাখতে পারে নাই প্রকাশ্যে এসেছে তার রঙ, ডিজাইন এবং সর্বোপরি তার দামের কথা সব লিক হয়ে গিয়েছে। তাই সবাই এই ফোনটি সংগ্রহ করার জন্য উদগ্রীব হয়ে আছে।
আপনি একটা নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনি Samsung Galaxy M36 5G এই মডেলটি কিনতে পারেন একদম ঠকবেন না। নতুন লঞ্চ করছে সামসাংয়ের এই M36 মডেলটি আগের তুলনায় বেশ ভালো যা আপনি নিজের জন্য কিনতেই পারেন।
ভারতে এই Samsung Galaxy M36 5Gর দাম কত হতে পারে?
Samsung Galaxy M36 5G ফোনটি বাজারে আশা করা যাচ্ছে ১৯,০০০ টাকা থেকে ২০,০০০ টাকার মধ্য়ে পাওয়া যাবে। যেটা এই সময় লঞ্চ করা অনেক মোবাইলের সঙ্গেই টক্কর দেবে বলে কোম্পানী আশা করেছেন এবং জানিয়েছেনই সেই কথাটা।
আগত Samsung Galaxy M36 5G স্পেসিফিকেশন দেখুন।
Samsung Galaxy M36 5G মোবাইলের 6.7 ইঞ্চি ফুল এইচডি এবং সুপার AMOLED স্ক্রিন থাকবে এবং 120 HZ refresh rate supported. মোবাইলটি কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দ্বারা প্রোটেকটেড। এই মোবাইলের থিকনেস থাকবে 7.7 মিলিমিটার। মোবাইলটি তিনটে কালারে পাওয়া যাবে কমলা কুয়াশা রঙের, নির্মল সবুজ এবং মখমল কালো রঙের মডেলটি ক্রেতাদের মন মাতাবে।
Samsung Galaxy M36 5G মোবাইলটিতে ট্রিপল ক্যামেরা সেট আপ, 50 মেগা পিক্সেলের প্রধান ক্যামেরা যাতে OIS সাপোর্ট থাকবে। সেলফি ক্য়ামেরাও থাকবে 12MP। ভিডিও রেকর্ডিং 4K Resolution পর্যন্ত করা যাবে। এছাড়া প্রচুর AI ফিচার অ্যাড করা হয়েছে এবং মোবাইলে আপনি যা কিছু টেক্সট, ইমেজ, যা দেখবেন তা আপনি গুগল সার্চে সঙ্গে সঙ্গেই সার্চ করতে পারবেন এবং সেই জিনিসটি সম্পর্কে জেনে নিতে পারবেন।
Samsung Galaxy M36 5G Details
Brand | Samsung |
Operating System | Android 15 |
RAM | 6 GB |
CPU Speed | 2.4 GHz |
এখন থেকে Samsung Galaxy M36 5G মোবাইলটি বিভিন্ন রিটেলার শপে এবং Samsung শপ এবং অ্যামাজনেও এই ফোনটি লিস্ট করা থাকবে। কিনতে পারবেন আপনার পছন্দের মোবাইল ফোনটি লঞ্চ করার পরই বিভিন্ন মার্কেটে ডিস্ট্রিবিউট করা হবে।