SBI Personal Loan Apply: স্টেট ব্যাঙ্ক হল ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক। এখানে প্রচুর কাস্টমার রয়েছে। প্রত্য়েকেরই অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্কে আছে বলেই মনে হয়। এই স্টেট ব্যাঙ্কের শাখাও কোটি কোটি এবং এখানে গ্রাহকরা নিশ্চিন্তে ও একটা বিশ্বাসযোগ্য ভরসায় টাকা গচ্ছিত রাখতে সাহস পায়।
এই স্টেট ব্যাঙ্ক ইণ্ডিয়া তাদের গ্রাহকদের সুবিধা সবসময় ভাবে এবং তার পরিপ্রেক্ষিতেই গ্রাহকদের কিসে সুবিধা হয় বা উপকার হয় সেই বিষয়েও মনোযোগ দিয়ে থাকে। এবার স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়া তাদের গ্রাহকদের সুবিধার জন্য পার্সোনাল লোনের ব্যবস্থা করেছে খুব কম সময়ে লোন ভেরিফিকেশন করে দেওয়া হচ্ছে।
এসবিআই ব্যাঙ্ক গত কয়েক বছর থেকেই পার্সোনাল লোন দিয়ে আসছে। ২০২৫ সালেও যে সব ব্যক্তি এইবিআই লোনের জন্য অপেক্ষা করে আছেন বা লোন নিতে চাইছেন তাদের প্রয়োজনে তাদের জন্য বলি, কিছু পরিবর্তন করা হয়েছে লোন দেওয়ার ক্ষেত্রে। আপনাদের বলব কিভাবে আবেদন করলে আপনার লোন অ্যাপ্রুভড হবে। এই সমস্ত জানকারী পাবেন এই প্রতিবেদনে। মন দিয়ে পড়ুন।
SBI Personal Loan Apply
এসবিআই লোনের পরিবর্তন বলতে গ্রাহকরা আরও বেশি করে লোন নিতে পারবেন তাদের চাহিদা অনুযায়ী। এই লোনের সংশোধন মানুষের কাছে আরও বেনিফিট সাবিত হচ্ছে। এসবিআই লোনের কোনো ঝামেলাই নেই। একবার মিলে গেলে আর অসুবিধাই থাকে না গ্রাহকদের কাছে।
বিভিন্ন ধরনের লোন এখানে পাওয়া যাচ্ছে এবং এর সুদের হারও বিভিন্ন মাত্রায় আলাদা হচ্ছে। আপনারা ভাবছেন সত্যিই এসবিআই লোনের কি সংশোধন হয়েছে না প্রতিশ্রুতি পাওয়া যাচ্ছে। তার জন্য বলি, আপনারা নিজের নিজের কাছের এসবিআই ব্যাঙ্কে ভিজিট করুন এবং সেখান থেকে জেনে নিন সব শর্তাবলী, লোনের সুবিধা কি পাওয়া যাচ্ছে কি টার্মে পাওয়া যাচ্ছে এইসব বিষয়গুলি যা আপনাদের জানা খুবই দরকার।
এইবিআই লোনের যোগ্যতার মানদণ্ড
- আবেদনকারী যেন ভারতীয় হয়। তার প্রমাণপত্র থাকতে হবে।
- আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট যেন সেই এসবিআই শাখায় থাকে।
- লোনের আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে।
- আবেদনকারীর সিবিল স্কোর খুবই ভালো হতে হবে। তিনি আগে যদি লোন নিয়ে থাকেন তা যেন ডিফল্ট না হয়।
- পুরুষ এবং মহিলা উভয়েই এই লোনের দাবিদার হতে পারে। উভয়েরই আবেদন স্বীকারযোগ্য হবে।
Read More: ন্যাশানাল স্কলারশিপের ৪৮,০০০ টাকা দেওয়া শুরু হয়েছে! পেমেন্ট স্ট্যাটাস চেক করুন এইভাবে।
এসবিআই লোনের প্রয়োজনীয় কাগজপত্র
১। আধার কার্ড।
২। ব্যাঙ্কের পাসবুক।
৩। প্যান কার্ড।
৪। পরিচয়পত্র।
৫। আয়ের সার্টিফিকেট।
৬। বসবাসের প্রমাণপত্র।
৭। কাস্ট সার্টিফিকেট।
৮। পাসপোর্ট সাইজ কালার ফটো।
৯। মোবাইল নম্বর ইত্যাদি।
কত টাকা লোন মিলবে এসবিআই থেকে?
২০২৫ সালে এসবিআই লোন পাওয়া সহজলভ্য থেকে শুরু করে এর পার্সোনাল লোন স্কিমের লিমিট অর্থাৎ আরও বেশি পরিমাণ লোনের টাকা বাড়ানো হয়েছে। একজন আবেদনকারী প্রয়োজন অনুসারে এসবিআই থেকে ২০ লাখ টাকা পর্যন্ত লোন নিয়ে বিভিন্ন রকম প্রয়োজন তিনি মেটাতে পারবেন। তার সঙ্গে এর সুদেরও কিছু হেরফের হয়েছে নতুন সংশোধনীতে।
কত ধরনের এসবিআই লোন আপনি পাবেন দেখুন।
- এক্সপ্রেস ক্রেডিট লোন।
- এসবিআই কুইক পার্সোনাল লোন।
- এসবিআই পেনশন লোন।
- এসবিআই এক্সপ্রেস এলিট।
- এসবিআই এক্সপ্রেস ফ্লেক্সী পার্সোনাল লোন ইত্যাদি।
এসবিআই পার্সোনাল লোনের সুদের পরিমাণ।
স্টেট ব্যাঙ্ক অফ ইণ্ডিয়ায় লোন (SBI Personal Loan Apply) নেওয়ার পর বিভিন্ন রকম লোনের উপর ভিত্তি করে বিভিন্ন সুদও আপনাকে দিতে হবে। এই সুদের হার সংশোধিত হয়েছে। বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে এই সুদের হারের। আপনি যদি এর বিস্তারিতভাবে জানতে চান তাহলে আপনাকে বলব, আপনি একবার অন্তত স্টেট ব্যাঙ্কের যে কোন শাখাতে ভিজিট করে সেখানকার ম্যানেজারের কাছে বসে বিস্তারভাবে আলোচনা করে নিন। ম্যানেজার আপনাকে সময় দেবে এটা বলার জন্য যে আপনার যোগ্যতা অনুসার আপনি কি লোন পেতে পারবেন এর সুবিধাগুলি কি কি আরও অনেক কিছু।
পার্সোনাল লোন দেওয়ার উদ্দেশ্যগুলি কি কি?
এসবিআই এর তরফ থেকে পার্সোনাল লোন দেওয়ার অনেক উদ্দেশ্যই আছে। সর্বোপরি তাদের গ্রাহকদের কদর করা তাদের সুবিধা প্রদান করা। ব্যক্তির কারও বিবাহ, ছেলেমেয়েদের শিক্ষা, বাড়ি তৈরি, ব্যবসা-বাণিজ্য করা এইসব বিভিন্ন সময় বিভিন্ন কাজের অর্থনৈতিকভাবে সাহায্য করা বা স্বস্তি দেওয়া কম সুদের বিনিময়ে। যাতে জরুরতমন্দ চাহিদা পূরণ হয়।
অনলাইন প্রক্রিয়া জানুন (SBI Personal Loan Apply)
- এসবিআই এর ওয়েবসাইটে যান।
- হোম পেজে পার্সোনাল লোন ‘নিউ অ্যাপ্লাই’ অপশনে ক্লিক করুন।
- এইসব করে আপনাকে পার্সোনাল লোনের ফর্ম পেজে চলে যাবেন।
- ফর্ম কে স্টেপ বাই স্টেপ পূরণ করুন মনোযোগ দিয়ে।
- আবেদন করতে আপনার সমস্ত কাগজপত্র আপলোড করুন।
- সব হয়ে গেলে আপনি সাবমিট করে দেবেন।
- এইভাবে পার্সোনাল লোনের আবেদন পূর্ণ হবে এবং আপনি একটা প্রিন্ট আউট বের করে নেবেন যাতে পরে ব্যাঙ্কে নিয়ে যেতে পারেন।
Important Link
SBI Personal Loan Apply: Click Here