School Nutrition Center Salem Recruitment 2025: স্কুল নিউট্রিশন সেন্টার সালেম ৭২২টি পোষ্টে Cooking Assistant নিয়োগ করছে! অফলাইনে আবেদন করুন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
School Nutrition Center Salem Recruitment 2025

School Nutrition Center Salem Recruitment 2025: আমরা দৈনন্দিন জীবনে যেসব পুষ্কিকর খাবার খায় সেই খাবারে কিছু না কিছু পৌষ্টিক উপাদান লুকিয়ে থাকে। সেইসব পুষ্টিকর খাবার যেমন বড়দের প্রয়োজন তেমনি স্কুলের বাচ্ছাদেরও আবশ্যিকমাত্রায় প্রয়োজন হয়ে থাকে। সেই পুষ্টিকর খাবারের নিউট্রিশন সেন্টার, সালেম ৭২২জন কুকিং অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করছে তাদের সেন্টারে। ইচ্ছুক প্রার্থীরা মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন।

কুকিং অ্যাসিস্ট্যান্ট পদের যোগ্যতা, বেতন, নিয়োগ প্রক্রিয়া (School Nutrition Center Salem Recruitment 2025) এই সমস্ত কিছুই আপনাদের জন্য নিয়ে এসেছি প্রতিবেদনটিতে। মন দিয়ে পড়ুন এবং আবেদন করুন এই পোষ্টের জন্য।

Recruitment Department : School Nutrition Center Salem.

Vacancy Of The Post

Post NameVacancy
Cooking Assistant722

Educational Qualification

Post NameQualification
Cooking Assistant10th Passed from any Recognized Board or University.

Salary (School Nutrition Center Salem Recruitment 2025)

Post NameMonthly Salary
Cooking Assistant3,000-9,000/- Per Month.

Read More: মিনিস্ট্রি অফ সিভিল অ্যাভিয়েশেন, কনসালট্যান্ট নিয়োগ করছে! ই-মেলের মাধ্যমে আবেদনপত্র পাঠান।

Application Fee

No Application Charges in the Notification.

Age Limit (School Nutrition Center Salem Recruitment 2025)

নিউট্রিন সেন্টার সালেম তাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেওয়া সর্বনিম্ন বয়স 21 বছর এবং সর্বোচ্চ বয়স 40 বছর।

How to Apply For the Post

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  • চেক করে নিন নোটিফিকেশনে কুকিং অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞপ্তিটি কোথায় দেওয়া রয়েছে।
  • ডাউনলোড করুন কুকিং অ্যাসিস্ট্যান্ট অফিসিয়াল বিজ্ঞপ্তিটি।
  • লাস্ট ডেট চেকর করুন এই পদের।
  • অ্যাপ্লিকেশনটি ভালো করে পড়ে সম্পূর্ণভাবে পূরণ করার চেষ্টা করুন। কোন ভুল না করে সঠিকভাবে পূরণ করুন।
  • আবেদন ফি যদি বলা থাকে তাহলে প্রদান করুন।
  • তারপর আবেদনপত্রসহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টসের জেরক্স কপি অ্যাটেস্টেড করে পাঠিয়ে দিন ২৯ এপ্রিলের মধ্যে পোষ্টের মাধ্যমে।
  • অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর অথবা অ্যাকনলেজ নম্বর স্ক্রিনশট করে রাখুন ভবিষ্যতের জন্য।

Address to Send Application

আবেদনপত্র এবং সমস্ত রকমের ডকুমেন্টস একটা সাদা খামে ভরে পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিন এই ঠিকানায়-

TO CONCERNED PANCHAYAT UNION OFFICE, SALEM MUNICIPAL CORPORATION, ATTUR & EDAPPADI MUNICIPAL OFFICE

Selection Process

  1. Interview.
  2. Documents Verification.

Important Dates

Start Date of Application (offline)11/04/2025
Last Date of Application (offline)29/04/2025

Important Links

Official Notification & Application Form (PDF)Download Here
Official WebsiteClick Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment