Sikkim Govt Job Vacancy 2025: সিকিম পাবলিক সার্ভিস কমিশনে ফরেস্ট গার্ড নিয়োগ! 10th পাশে আবেদন করুন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Sikkim Govt Job Vacancy 2025

Sikkim Govt Job Vacancy 2025: বনবিভাগে যারা কাজ করতে ইচ্ছুক তাদের পক্ষে দারুণ সুখবর। সিকিম পিএসসি ডিপার্টমেন্ট ফরেস্ট গার্ডের জন্য অনলাইনে আবেদন গ্রহণ করছে। শুধুমাত্র মাধ্যমিক পাশ চাইছে। ইচ্ছুক প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং এপ্রিল ৩০তারিখের মধ্যে আবেদন করতে হবে সকলকে।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, মাসে বেতন, আবেদন প্রক্রিয়া এই সমস্ত নিয়েই আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে। নীচে নোটিফিকেশন যুক্ত আছে ভালো করে পড়ে তারপর আবেদন করবেন।

নিয়োগকারী দপ্তর : Sikkim Public Service Commission (Sikkim PSC)

পদের নাম এবং শূন্যপদ

Name of the PostVacancy
Forest Guard53

শিক্ষাগত যোগ্যতা

Name of the Post
Qualification
Forest Guard10th passed

বেতন কাঠামো (Sikkim Govt Job Vacancy 2025)

Name of the Post
Salary
Forest GuardIn Level 6 of the Pay Matrix

বয়সসীমা

Name of the PostAge Limit
Forest Guard18-24 বছর (30 এপ্রিল, 2025 অনুসারে)

Application Fee

Fee200/-
Payment Online Mode.

Read More : ত্রিপুরা হাইকোর্টে লাইব্রেরি অ্যাসিস্টান্ট পদে লোক নিয়োগ! বেতন, ২৪,০০০ টাকা।

How to Apply for Sikkim Govt Job Vacancy 2025

1. আগ্রহী প্রার্থীদের এই https://spsc.sikkim.gov.in গিয়ে আবেদন জানাতে হবে।

2. আবেদনকারী প্রার্থীরা ওয়েবসাইট থেকে ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন।

3. ইচ্ছুক প্রার্থীদের নোটিফিকেশন ভালো করে পড়ে তারপর অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে অন্য কোনো ভাবে আবেদন জানানো হবে না।

4. অনলাইন পেমেন্ট কেবলমাত্র নেট ব্যাঙ্কিং, ক্রেডিট আর ডেবিট কার্ড (Visa/Master Card) এর মাধ্যমে পেমেন্ট করতে হবে। এই টাকা কোনভাবেই ফেরৎযোগ্য হবে না।

Required Documents

  1. Category Certificate (Govt. of Sikkim দ্বারা অনুমোদিত)।
  2. No Objection Certificate
  3. Marital Status Certificate (for female Candidate)

Selection Process

  1. শারীরিক সক্ষমতার পরীক্ষা পুরুষ ও মহিলা উভয়েরই।
  2. লিখিত (Sikkim Govt Job Vacancy 2025) পরীক্ষা। সিলেবাস নীচে লিঙ্কের সঙ্গে যুক্ত করা আছে দেখে নেবেন। সেখানে কি কি বিষয় পরীক্ষা হবে, মোট কত নম্বরের পরীক্ষা হবে, পরীক্ষায় কী ধরনের প্রশ্নপত্র আসবে সবকিছু উল্লেখ করে দেওয়া আছে বিস্তারিতভাবে।
  3. ডকুমেন্ট ভেরিফিকেশন।

Important Dates

Last Date for Application30/04/2025

Important Links

Download NotificationClick Here
Apply OnlineClick Here
Official WebsiteClick Here
Scheme & Syllabus Click Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment