SISCO Bank Recruitment 2025: সিকিম স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে কর্মী নিয়োগ! ২৩শে এপ্রিল পর্যন্ত আবেদন করা যাবে।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
SISCO Bank Recruitment 2025

SISCO Bank Recruitment 2025: সিসকো ব্যাঙ্কে ১৪টি শূন্যপদে বিজ্ঞপ্তি বের হয়েছে। ব্যাঙ্কে চাকরী করতে আগ্রহী প্রার্থীরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট স্টাফ পদের জন্য অনলাইনে আবেদন করতে পারেন। সিসকো ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট ক্যারিয়র পেজে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে দেখে নিন।

এই দুটি পদের আবেদনের যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ প্রক্রিয়া কিরকম হতে পারে সেই নিয়েই আজকের প্রতিবেদনে থাকছে পুঙ্খানুপুঙ্খ আলোচনা। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের সমস্তরকম তথ্য পেতে সাহায্য করবে।

নিয়োগকারী অফিস: Sikkim State Co-operative Bank Limited (SISCO Bank)

পদের নাম (SISCO Bank Recruitment 2025)

  • টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
  • অ্যাসিস্ট্যান্ট স্টাফ অফিসার

শূন্য়পদের বিবরণ

সিসকো ব্যাঙ্কের অফিসিয়াল নোটিফিকেশনে মোট ১৪টি শূন্যপদের কথা বলা হয়েছে।

শিক্ষাগত যোগ্যতা

Post Name Qualification
Technical AssistantDegree, BE/B.Tech
Assistant Staff OfficerGraduation Degree

Read More: ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন বিভিন্ন শূন্যপদে প্রফেসর, ডাটা অ্যানালিস্ট নিয়োগ করছে! বেতন আকর্ষণীয়।

Salary Structure (SISCO Bank Recruitment 2025)

Post NameMonthly Salary
Technical Assistant25,000-56,730/- প্রতি মাসে বেতন।
Assistant Staff Officer25,000-56,730/- Per Month.

Application Fee

CategoryFee
All Candidates 500/-
Payment Using Online

Age Limit

সিকিম স্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কের আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর হতে হবে। (01/01/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে)।

How to Apply For the Post

  1. সিসকো ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
  2. সিসকো ব্যাঙ্কের Recruitment or Carrer অপশনে গিয়ে কোন পদের জন্য় আবেদন করছেন দেখুন।
  3. টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাসিস্ট্যান্ট স্টাফ অফিসার পদের নোটিফিকেশন পেজটি খুলুন এবং কি যোগ্যতা চাইছে দেখে নিন।
  4. আবেদনের শেষ তারিখ এবং আবেদন শুরু কবে থেকে হচ্ছে এইসব খুঁটিয়ে দেখে নিন।
  5. নোটিফিকেশনের যোগ্যতার মানদণ্ড দেখে আপনি যোগ্য হলে অনলাইনের মাধ্যমে আবেদন জানান।
  6. অনলাইনে সমস্ত তথ্যগুলি দিয়ে আবেদনপত্রটি পূরণ করুন।
  7. সমস্ত তথ্য ও সবকিছু ডকুমেন্ট আপলোড করে অনলাইনে আবেদনপত্র পূরণ কমপ্লিট হয়ে গেলে সাবমিট অপশনে ক্লিক করে ফাইন্যালি সাবমিট করে দিন।
  8. শেষে একটি প্রিন্ট আউট নিয়ে নিন সেখানে অ্যাকনলেজ নম্বর, অ্যাপ্লিকেশন ফর্ম নম্বর লেখা থাকবে, ওই প্রিন্ট আউটটা সাবধানে রেখে দিন হারাবেন না।

Selection Process

নিয়োগ প্রক্রিয়া (SISCO Bank Recruitment 2025) সম্পূর্ণ হবে দুটি পদ্ধতিতে সেগুলি হল-

  1. Written Examination.
  2. Personnel Interview.

Important Dates

Start Date of Application (Online)24/03/2025
End Date of Application (Online)23/04/2025

Important Links

Official Notification Download
Extended Notice Click Here
Apply Online Click Here
Official WebsiteClick Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment