SSC Recruitment Notification 2025: স্টাফ সিলেকশন কমিশনে, Phase – 13, 2025 এর অনলাইনে আবেদনের জন্য নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। সর্বনিম্ন যোগ্যতা মাধ্যমিক পাশে আগ্রহী প্রার্থীদের ২,৪২৩টি শূন্যপদে নিয়োগের জন্য অনলাইনে নোটিফিকেশন চলে এসেছে। জুন মাস থেকে অনলাইনে আবেদন শুরু হবে।
স্টাফ সিলেকশনের ফেজ – ১৩ এর পরীক্ষায় পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, নিয়োগ কেমনভাবে হবে এই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই তুলে ধরে আপনাদের সহযোগিতা করব, প্রতিবেদনটি মন দিয়ে পড়ে নিন।
নিয়োগকারী দপ্তর: Staff Selection Commission (SSC)
পদের নামগুলি কি কি?
- Graduation and Above
- Higher Secondary (10+2)
- Matriculation (10th)
শূন্যপদ কতগুলি আছে?
মোট শূন্যপদ আছে ২,৪২৩টি। প্রতিটি শূন্যপদেই নিয়োগ হবে সরকারি দপ্তর থেকে জানানো হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা (SSC Recruitment Notification 2025)
Post Name | Qualification |
Graduation and Above | Bachelor Degree |
Higher Secondary (10+2) | Bachelor Degree |
Matriculation (10th) | 10th passed |
এসএসসি নিয়োগের বয়সসীমা
Post Name | Age Limit |
Graduation and Above | 18-30 বছর। |
Higher Secondary (10+2) | 18-25 বছর হতে হবে। |
Matriculation (10th) | 18-27 বছর বয়স। |
আবেদন পদ্ধতি (SSC Recruitment Notification 2025)
- https://ssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন অথবা মোবাইলে MySSC এই অ্যাপের মাধ্যমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে।
- প্রার্থীদের অবশ্যই শেষ তারিখের আগেই নিজের আবেদন শেষ করে নিতে বলা হয়েছে কারণ সার্ভার প্রবলেম দেখা দিতে পারে।
- প্রার্থীদের রেজিস্ট্রেশন করার সময় One Time Registration (OTR) এই ওটিআর দিয়ে নতুন ওয়েবসাইটে ঢুকে আবেদন জানাতে হবে।
- প্রার্থীদের আধার বেসড অথেনটিকেশনের মাধ্যমে যেতে বলা হয়েছে যখন ওটিআর প্রসেস কমপ্লিট হবে।
- আবেদন সাবমিট করার আগে ভালো করে প্রিভিউ দেখে নিতে বলা হয়েছে।
- ফটোগ্রাফ এবং সিগনেচার আপলোড করা হয়েছে কিনা দেখে নিন।
- তবে চাকরি প্রার্থীরা অনলাইনে একটা চার্জ দিয়ে পুনরায় আবেদনপত্রের কারেকশন করতে পারবেন।
কি কি ডকুমেন্টস লাগবে?
১। নিজের কালার ফটোগ্রাফ (মাপ হল – 6.0 cm. x 2.0 cm)
২। নিজের স্ক্যান করা স্বাক্ষর (10 to 20 kb in Jpeg/jpg Format)
৩। ফটো আইডেন্টিটি কার্ড।
৪। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৫। অভিজ্ঞতার সার্টিফিকেট।
৬। কাস্ট সার্টিফিকেট ইত্যাদি।
আবেদন ফি
Category | Fee |
GEN/OBC/EWS | 100/- |
SC/ST/PH | ফি লাগবে না। |
Female | ফি লাগবে না। |
এসএসসির নিয়োগ প্রক্রিয়া দেখে নিন।
কম্পিউটার বেসড পরীক্ষা হবে। অবজেকটিভ টাইপ মাল্টিপল চয়েজ প্রশ্নপত্র থাকবে।
Important Dates
Apply Online Start Date | 02/06/2025 |
Last Date | 23/06/2025 |
Payment Fee Last Date | 24/06/2025 |
Correction Date | 28/06/2025 – 30/06/2025 |
Exam Date | 24/07/2025 to 04/08/2025 |
Important Links
Official Notification | Download Here |
SSC Recruitment Notification 2025 | Click Here |
Official Website | Click Here |