Swami Vivekananda Scholarship Apply Online: স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন ও রিনিউয়াল শুরু হয়েছে! দেখে নাও কিভাবে করবে।

Swami Vivekananda Scholarship Apply Online: যেসব ছাত্রছাত্রীরা বিদ্যালয় পড়াশোনা করছ বা বিদ্যালয় ছেড়ে কলেজে গিয়েছো এবং যারা মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেয়েছো তারা এই স্বামী ...

Swami Vivekananda Scholarship Apply Online
Published On:
Follow
Join
Subscribe

Swami Vivekananda Scholarship Apply Online: যেসব ছাত্রছাত্রীরা বিদ্যালয় পড়াশোনা করছ বা বিদ্যালয় ছেড়ে কলেজে গিয়েছো এবং যারা মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেয়েছো তারা এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। যাদের পরিবারের বছরে ইনকাম আড়াই লাখের কম তারাও আবেদনযোগ্য। কিন্তু মাধ্যমিক পাশ করে সেই বছর একাদশ শ্রেণীতে ভর্তি হওনি তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নও এটা মনে রাখবে।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিবেকানন্দ স্কলারশিপ প্রকল্পের সূচনা করেছিল বিশেষ করে যারা মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে পড়ছো, এমনকি উচ্চ মাধ্য়মিক পাশ করে কলেজে গিয়েছো তারাই এই স্কলারশিপের সুযোগ পাবে। এর চেয়ে খুশির খবর আর কি হতে পারে?

Swami Vivekananda Scholarship Apply Online

শুরুতেই কতগুলি প্রশ্ন করা যাক যা তোমাদের মনে হতে পারে? কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে? কারা কারা রিনিউয়াল করতে পারবে? আর কারা কারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে না? সবটাই জানাব শুধুমাত্র প্রতিবেদনটি মন দিয়ে পড়ো।

দেখো, তুমি যদি মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে ভর্তি হও তাহলে তুমি এই স্কলারশিপ পাবে বা আবেদন করতে পারবে। আর যারা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ফার্স্ট সেমেস্টার হয়েছো তারাও আবেদন করতে পারবে। কিন্তু যারা একাদশ শ্রেণী পাশ করে দ্বাদশ শ্রেণীতে উঠেছো তাদের জন্য কিন্তু স্কলারশিপের রিনিউয়াল করতে হবে।

এই রিনিউয়াল করা মানে পুনরায় আবেদন করা অর্থাৎ তুমি যদি আগের বছর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা পেয়ে থাকো তাহলে তুমি পরের বছর সেই স্কলারশিপের রিনিউয়াল করবে এটাই সহজ বিষয়। বুঝে নাও এই সহজ ব্যাপারটা। কিন্তু এখানে একটা ব্যাপার আছে তুমি যদি মাধ্যমিক পাশ করে আবেদন করে ১২,০০০ টাকা পেয়ে থাকো এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়ে তার পরীক্ষাতে তোমাকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে তবেই তুমি রিনিউয়াল করতে পারবে। বোঝা গেল।

এবার তোমাদের ওয়েবসাইটের মাধ্যমে দেখাব দেখে নাও।

  • তোমরা স্বামী বিবেকানন্দের অফিসিয়াল ওয়েবসাইটে svmcm.wb.gov.in যাবে।
  • তোমরা হোম পেজে দেখবে একটা লগ ইন আর একটা রেজিস্ট্রেশন অপশন তোমরা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবে।
  • রেজিস্ট্রেশনের উপর আছে দুটো অপশন একটা টপার অর্থাৎ তুমি যদি বোর্ডে Rank করে থাকো তাহলে তোমার জন্য স্কলারশিপের অ্যামাউন্ট বেশি হবে।
  • নন টপার বাকী যারা এক থেকে দশের মধ্যে নও তারা নন টপার অপশনে ক্লিক করবে।
  • এখানে তোমাকে কিভাবে আবেদন করতে হবে, অনলাইনে আবেদন করতে হবে, ডকুমেন্ট আপলোড করতে হবে এইভাবে অনলাইনে আবেদন পদ্ধতিগুলি ধাপে ধাপে শেষ করতে হবে।

Read More:  যুবশ্রী প্রকল্পের রেজিস্ট্রেশন শুরু হয়েছে! বেকার যুবক-যুবতীরা আবেদন করুন।

ডকুমেন্ট কি লাগবে দেখে নাও।

১। মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট (উভয়দিকের জেরক্স কপি)।

২। তুমি যে লাস্ট পরীক্ষায় পাশ করেছো তার মার্কশিট (উভয়দিকের জেরক্স কপি)।

৩। তুমি যে কোথাও ভর্তি হয়েছো ধর মাধ্যমিক পাশ করে উচ্চ মাধ্যমিকে বা উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে সেই ভর্তির রিসিপ্ট কপি তোমাকে দিতে হবে।

৪। তোমার পরিবারের ইনকাম সার্টিফিকেট দিতে হবে।

৫। আধার কার্ড/ভোটার কার্ড/রেশন কার্ড ইত্যাদি যে কোন একটি।

৬। ব্যাঙ্ক পাশ বইয়ের প্রথম পেজটি দিতে হবে।

৭। আবার যারা এক বছর লস করেছো অর্থাৎ যারা মাধ্যমিক পাশ করেছিলে কিন্তু সেই বছর পরের ক্লাসে ভর্তি হও নি পরের বছর ভর্তি হয়েছো তাদের জন্য।

রিনিউয়ালের জন্য কি কি ডকুমেন্টস লাগবে দেখে নাও।

১। রিনিউয়ালের জন্য যারা একাদশ পাশ করে দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদের পরীক্ষার মার্কশিট উভয়দিকের জেরক্স কপি দিতে হবে।

২। আর পরের ক্লাসে যে তুমি ভর্তি হয়ে তার রিসিপ্টটা দিতে হবে।

৩। এবার সবকিছু আপলোডের পর সাবমিট এ ক্লিক করে সাবমিশন করতে হবে।

ডকুমেন্টসের সাইজগুলি একটু দেখে নাও।

  • সমস্ত ডকুমেন্টস তোমাকে ৪০০ কেবির মধ্যে আপলোড করতে হবে।
  • আর বলা হয়েছে, তোমার পরিবারের ইনকামের সার্টিফিকেটটি বিডিও/এসডিও/বিএলআরও এদের কাছ নিতে হবে। অন্য কোন পঞ্চায়েত প্রধান, পাড়ার মেম্বারদের কাছ থেকে নিলে হবে না।

স্কলারশিপের যোগ্যতা কি অর্থাৎ কারা কারা পাবে?

  1. তোমাকে মাধ্যমিকে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
  2. উচ্চ মাধ্যমিকে তোমাকে ৩০০ নম্বরের মতন পেতে হবে তার কম পেলে হবে না।
  3. বছরে পরিবারের ইনকাম যেন ২,৫০,০০০ টাকার বেশি না হয়।
  4. স্কলারশিপে তুমি কত টাকা পেতে পার দেখে নাও।
  5. তুমি যদি সায়েন্স নিয়ে পড়ো তাহলে ১৮,000 টাকা পাবে
  6. এবং যদি আর্টস বা কমার্স নিয়ে পড়ো তাহলে পাবে ১২,০০০ টাকা।
  7. ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে কোথায় কত নম্বর থাকলে তোমরা কত টাকা পাবে সবকিছু সেখান থেকে দেখে নিতে পারবে। এখানে আর আলোচনা করলাম না।
  8. UG, PG, M.Phil, DL.ed সব বিষয়েও এখানে লেখা আছে দেখে নিও।

ছাত্রছাত্রীদের সহযোগিতার জন্য হেল্প লাইন নম্বর দেখ।

নন টপার গিয়ে যেসব জিনিসগুলো দেখলে তার নীচে দেখবে যে লাল অক্ষরে লেখা আছে তার আগে একটা বক্স আছে সেখানে টিক দিতে হবে।

তারপর প্রসিড পর রেজিস্ট্রেশন এ ক্লিক করতে হবে।

সেখানে একটা নোটিশ দেখাবে সেটা হল যারা মাইনরিটি ছাত্রছাত্রী তারা নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সেই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবে। বাকীরা এই ওয়েবসাইটেই হবে।

হেল্প লাইন নম্বরে ফোন করলে স্কলারশিপের যারা আধিকারিক আছেন তারা তোমাদের সঙ্গে কথা বলবেন। তোমাদের সমস্ত কিছু প্রশ্নের উত্তর তারা দিয়ে দেবেন। তোমরা ইমেলও করতে পারো। ফোন করলে তোমাদের সুবিধা হবে ফোন উনারা একটু দেরি হলেও ধরেন। তাই ফোন করবে ইমেল না করে। ফোন নম্বর ওয়েবসাইটেই পেয়ে যাবে তোমরা।

কিভাবে করবে (Swami Vivekananda Scholarship Apply Online)

আগে দেখিয়েছিলাম নন টপারে ক্লিক করে দেখবে নীচের দিকে সবুজ রঙের বাটনে ডাউনলোড ইউজার ম্যানুয়্যাল এখানে ক্লিক করলে একটা পিডিএফ ডাউনলোড হবে। সেই পিডিএফ টাতে A to Z বলা হয়েছে কিভাবে আবেদন করবে।

কোথায় কোথায় কি করতে কোন অপশনে যেতে হবে সব দেখিয়ে দেওয়া আছে তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখে নিতে পারবে।

এইভাবেই তোমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং যারা রিনিউয়াল করবে তারাও জেনে গেল কিভাবে রিনিউয়াল করতে হয় এবং কখন করতে হয়।

Important Link

Swami Vivekananda Scholarship Apply Online: Click Here

বিশেষ দ্রষ্টব্য:

তোমরা যারা বাইরে কম্পিউটার কোন সেন্টারে, দোকানে বা তথ্যমিত্র কেন্দ্রে স্বামী বিবেকানন্দের ফর্ম ফিলাপ করতে যাবে সেখানে তোমরা দেখে নেবে যিনি করছেন তিনি এসব ব্যাপারে অভিজ্ঞ কিনা। এবং তুমিও মোবাইল ঘাটা বন্ধ করে তিনি যা যা করছেন সঙ্গে সঙ্গে চেক করে নেব। যে ডকুমেন্টসগুলিো আপলোড করা হচ্ছে সেগুলি সঠিক কিনা এইসব বিভিন্ন জিনিসগুলো তাহলেই তোমার আবেদন সম্পূর্ণ হবে।

Swami Vivekananda Scholarship Apply Online

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment