TNAU JRF Recruitment 2025: তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ! বেতন সর্বোচ্চ ৩৭,০০০টাকা।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
TNAU JRF Recruitment 2025

TNAU JRF Recruitment 2025: তামিলনাড়ু এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে নিয়োগ চলছে। যারা বি.এস.সি পাশ আছ তারা আবেদন করতে পার। এখানে বেতন কাঠামোও খুব ভালোরকমের। অফলাইনের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।

জুনিয়র রিসার্ট ফেলো নিয়োগের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে? কিভাবে আবেদন করবেন, কতগুলি শূন্যপদ রয়েছে এইসমস্ত নিয়েই আজকের প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। অনেক কিছুই বিস্তারিতভাবে জানতে পারবেন এই প্রতিবেদনটিতে।

নিয়োগকারী দপ্তর: Tamil Nadu Agricultural University (TNAU)

পদের নাম (TNAU JRF Recruitment 2025)

১. Junior Research Fellow

২. Technical Assistant (Field)

৩. Senior Research Fellow

শূন্যপদ কি আছে?

টোটাল শূন্যপদ রয়েছে ৪টি। তবে আরও বাড়তে পারে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদগুলির ক্ষেত্রে যা যা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে তা তোমার দেখে নাও-

পদের নামযোগ্যতা
Junior Research FellowB.Sc পাশ লাগবে।
Technical Assistant (Field)Diploma থাকতে হবে সংশ্লিষ্ট ক্ষেত্রে।
Senior Research FellowME/M.Tech ডিগ্রী থাকতে হবে।

আরও পড়ুন: সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সে শিক্ষক এবং পিওন নিয়োগ! শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে।

বেতন পরিকাঠামো (TNAU JRF Recruitment 2025)

পদের নামবেতন (মাসিক)
Junior Research Fellow25,000/- প্রতি মাসে।
Technical Assistant (Field)20,000/- বেতন পাবেন প্রতি মাসে।
Senior Research Fellow30,000-37,000/- পর্যন্ত বেতন পাবেন।

আবেদন ফি

কোন আবেদন ফি লাগছে না এই পদগুলিতে আবেদনের ক্ষেত্রে।

বয়সসীমা

TNAU এর অফিসিয়াল নোটিফিকেশন চেক করে নিন।

How to Apply For the Post

  • প্রথমে তামিলনাড়ুর ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে থেকে নোটিফিকেশন থেকে ডাউনলোড করবেন যে পদটি আপনি আবেদন করতে চান সেই পদের আবেদনপত্র।
  • তারপর সেই আবেদনপত্র প্রিন্ট করে সমস্ত তথ্যগুলি ভালো করে লক্ষ্য করে দেখে পূরণ করবেন মনোযোগ দিয়ে।
  • আবেদনপত্র ভালো করে পূরণ করা হয়ে গেলে আপনার সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টেসের জেরক্স করে তাতে অ্যাটেস্টেড করে একটি খামে ভরে পাঠিয়ে নির্দিষ্ট ঠিকানায়।
  • আবেদনপত্র পূরণ করার একটা জেরক্স কপি অবশ্যই রেখে দেবেন আপনার কাছে ভবিষ্যতের জন্য।

আবেদন পাঠানোর ঠিকানা

আবেদনপত্র এই ঠিকানাতে পাঠাতে হবে-

TAMIL NADU AGRICULTURAL UNIVERSITY, LAWLEY ROAD, COIMBATORE-641003.

নিয়োগ পদ্ধতি

সরাসরি (TNAU JRF Recruitment 2025) ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ পদ্ধতি শেষ হবে। শেষে আপনার সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করে দেখা হবে।

Important Dates

Start Date to Apply Offline25/04/2025
End Date to Apply Offline05/05/2025

Important Links

Official Notification Click Here
Official WebsiteClick

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment