UIDAI Recruitment Section Officer 2025: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইণ্ডিয়া (UIDAI) সেকশন অফিসার পদে নিয়োগ করছে! বেতন সর্বোচ্চ ২,১৫,৯০০ টাকা।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
UIDAI Recruitment Section Officer 2025

UIDAI Recruitment Section Officer 2025: ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইণ্ডিয়া ১৬টি পদের একটি নোটিফিকেশন প্রকাশ করেছে। আগ্রহী চাকরী প্রার্থীরা UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন চেক করে নাও। অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে ২০ জুনের মধ্যে।

ইউআইডিএআই ডিরেক্টর এবং সেকশন অফিসার পদে নিয়োগ (UIDAI Recruitment Section Officer 2025) করছে। এই পদের যোগ্যতা নির্ধারণের জন্য কি কোন পরীক্ষা হবে? নিয়োগ প্রক্রিয়ায় কি শুধুমাত্র ইন্টারভিউ হবে এইসব আপনাদের মনের খবর দিতেই আজকের এই প্রতিবেদনটি লেখা। পড়তে থাকুন মনোযোগ দিয়ে।

নিয়োগকারী দপ্তর: Unique Identification Authority of India (UIDAI)

পদের নাম (UIDAI Recruitment Section Officer 2025)

  1. Director
  2. Assistant Director General
  3. Section Officer
  4. Deputy Director
  5. Senior Mobile Front End Developer
  6. Senior Mobile Back End Developer
  7. Senior Architect Mobile
  8. Principal Architech
  9. Data Science Architech
  10. Technical Consultant
  11. Senior Consultant

শূন্যপদ কেমন রয়েছে?

Post NameVacancy
Director03
Assistant Director General01
Section Officer01
Deputy Director01
Senior Mobile Front End Developer03
Senior Mobile Back End Developer02
Senior Architect Mobile01
Principal Architech01
Data Science Architech01
Technical Consultant01
Senior Consultant01

শিক্ষাগত যোগ্যতা

উপরোক্ত পদগুলিতে নিয়োগের ক্ষেত্রে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনে বিস্তারিত দেখে আসুন।

বেতন পরিকাঠামো

Post NameSalary (Monthly)
Director1,23,100-2,15,900/- প্রতি মাসে বেতন।
Assistant Director General78,800-2,09,200/- টাকা প্রতি মাসে।
Section Officer47,600-1,51,100/- বেতন পাবেন।
Deputy Director67,700-2,08,700/-
Senior Mobile Front End Developer
Senior Mobile Back End Developer
Senior Architect Mobileনোটিফিকেশন দেখুন।
Principal Architech
Data Science Architech
Technical Consultantনোটিফিকেশন দেখুন।
Senior Consultant

আবেদন ফি

আবেদন ফি লাগছে না। (নোটিফিকেশন দেখে নিন)

Read More: তামিলনাড়ু এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে জুনিয়র রিসার্চ ফেলো নিয়োগ! বেতন সর্বোচ্চ ৩৭,০০০টাকা।

বয়সসীমা

Post NameAge Limit
Director
Assistant Director General
Section Officer
Deputy DirectorMaximum Age 56 years,
Senior Mobile Front End Developer
Senior Mobile Back End Developer
Senior Architect Mobile
Principal Architech56 years বয়সের ঊর্ধ্বসীমা।
Data Science Architech
Technical Consultant
Senior Consultant56 years

How to Apply For UIDAI Recruitment Section Officer 2025

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট uidai.gov.in যান।
  • সেখানে UIDAI এর Recruitment or Carrer অপশনে ক্লিক করুন।
  • ডাউনলোড করুন অ্যাপ্লিকেশন ফর্ম নোটিফিকেশন লিঙ্ক থেকে।
  • আবেদনের শেষ ডেট চেক করুন আবেদনের আগে।
  • ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফর্মটির প্রিন্ট আউট বের করুন।
  • তারপর ভালো করে সমস্ত তথ্যগুলি দিয়ে আবেদনপত্র পূরণ করুন।
  • আবেদনপত্র পূরণ করার পর শেষ তারিখের আগে অফিসের দেওয়া নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিন।

অফিসের ঠিকানার বিস্তারিত দেওয়া হল।

Director, Assistant Director General: Director (HR) Unique Identification Authority of India, Bangla Sahib Road, Behind Kali Mandir, Gole Market, New Delhi 110001.

ই-মেলের মাধ্যমেও পাঠাতে পারেন- deputation@uidai.net.in

Section Officer: Director (HR) Unique Identification Authority of India(UIDAI), Regional Office Mumbai, 7th Floor, MTNL Telephone Exchange, GD Somani Marg, Cuffe Parade, Colaba, Mumbai 400005.

Deputy Director: Director (HR) Unique Identification Authority of India(UIDAI), Regional Office, 6th Floor, East Block, Swarna Jayanti, Complex, Beside Matrivanam, Ammerpet, Hyderabad 500038.

E-mail ID Senior Mobile Front End Developer: recruitment-tc@uidai.net.in

নিয়োগ পদ্ধতি

  1. লিখিত পরীক্ষা।
  2. পার্সোনাল ইন্টারভিউ।

Important Dates

Apply Offline (Start Date)21/04/2025
Apply Offline (End Date)20/06/2025

Important Links

Official Notification For DirectorDownload Here
Official Notification For Section OfficerDownload Here
Official Notification For Deputy DirectorDownload Here
Official Notification For Senior Mobile Front End DeveloperDownload Here
Official WebsiteClick Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment