UPSC Recruitment 2025: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ১১১টি শূন্যপদে অ্যাসিস্ট্য়ান্ট পাবলিক প্রসিকিউটর ও সিস্টেম অ্যানালিস্ট নিয়োগ করতে চলেছে। ইউপিএস.সি চাকরী প্রার্থীরা যারা অনেকদিন ধরে প্রস্তুতি নিচ্ছ তারা আবেদন করে এই পোষ্টের জন্য।
এই দুটি পদের শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, বয়সীমা, চাকরির পোষ্টিং, নিয়োগ প্রক্রিয়া আর একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি এই প্রতিবেদনটিতে।
নিয়োগকারী দপ্তর : Union Public Service Commission (UPSC)
পদ এবং শূন্যপদের সংখ্যা
পদের নাম | শূন্যপদ |
System Analyst | 01 |
Deputy Controller | 18 |
Assistant Engineer | 01 |
Assistant Engineer (Naval Quality Assurance) | 07 |
Assistant Engineer (Naval Quality Assurance Mechanical) | 01 |
Joint Assistant Director | 13 |
Assistant Legislative Counsel | 04 |
Assistant Public Prosecutor | 66 |
শিক্ষাগত যোগ্যতা
পদের নাম | যোগ্যতা |
System Analyst | BE/B.Tech, Master Degree, M.Sc |
Deputy Controller | Degree, Master Degree |
Assistant Engineer | Degree, Master Degree |
Assistant Engineer (Naval Quality Assurance) | BE/B.Tech |
Assistant Engineer (Naval Quality Assurance Mechanical) | BE/B.Tech |
Joint Assistant Director | B.Sc, BE/B.Tech, Masters Degree |
Assistant Legislative Counsel | 10th, Degree/Masters Degree in Law |
Assistant Public Prosecutor | Degree in Law |
Read More: ডিভিসিতে এক্সিকিউটিভ, ফোরম্যান নিয়োগ! বেতন, ১,৭৭,৫০০ টাকা।
বেতন পরিকাঠামো (UPSC Recruitment 2025)
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন দেখে নিন। সরকারি নিয়ম অনুসারে বেতন হবে।
আবেদন ফি
Category | Fee |
SC/ST/PwBD/Female | Nil |
All Other Candidates | 25/- |
Payment Mode | Online. |
বয়সসীমা (UPSC Recruitment 2025)
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের নিয়ম অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর।
বয়সের ছাড় : SC/ST প্রার্থীদের জন্য ৫ বছর, OBC প্রার্থীদের জন্য ৩ বছর, PwBD(UR) প্রার্থীদের জন্য ১০ বছর, PwBD(OBC) প্রার্থীদের জন্য ১৩ বছর, PwBD(SC/ST) প্রার্থীদের জন্য ১৫ বছর পর্যন্ত বয়সের ঊর্ধ্বসীমায় ছাড়।
আবেদন প্রক্রিয়া
- প্রথমে ইউপিএসসির অফিসিয়ার ওয়েবসাইটে যান।
- তারপর কোন পদের জন্য আবেদন করতে চাইছেন সেই পদটি সিলেক্ট করুন।
- সেখানে সেই পদের শিক্ষাগত যোগ্যতা চেক করুন এবং অন্যান্য ক্রাইটেরিয়াগুলি দেখে নিন।
- অনলাইনে আবেদনের শেষ তারিখ দেখে নিন।
- অনলাইনে আবেদনটি ভালো করে দেখে, বুঝে পূরণ করুন।
- আবেদন ফি প্রদান করুন যেমন বলা আছে বিজ্ঞপ্তিতে।
- তারপর সাবমিট করে দিন আপনার আবেদনপত্রটি।
- একটা প্রিন্ট আউট বের করে নিন ভবিষ্যতের জন্য।
নিয়োগ প্রক্রিয়া
- এখানে (UPSC Recruitment 2025) লিখিত পরীক্ষা নেওয়া হবে।
- এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে।
- শেষে ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজ হবে।
Important Dates
Start Date Online | 12/04/2025 |
Last Date Online | 01/05/2025 |
Last Date to Print Application | 02/05/2025 |
Important Links
Official Notification | Download Here |
Apply Online | Click Here |
Official Website | Click Here |