VMC DTP Operator Recruitment 2025: ভাদোদরা মিউনিস্যাপল কমিশন মাধ্যমিক পাশে ডিটিপি অপারেটর নিতে চলেছে। যারা নিজের এলাকায় পৌরসভায় কাজ করতে ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করুন। ...
VMC DTP Operator Recruitment 2025: ভাদোদরা মিউনিস্যাপল কমিশন মাধ্যমিক পাশে ডিটিপি অপারেটর নিতে চলেছে। যারা নিজের এলাকায় পৌরসভায় কাজ করতে ইচ্ছুক তারা অনলাইনে আবেদন করুন। অনলাইনে আবেদনের জন্য তাদের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন চেক করে নিতে পারেন।
ভাদোদরা মিউনিসিপ্যাল কমিশনে অফিসার এবং ডিটিপি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদে নিয়োগের বিস্তারিত আলোচনা প্রতিবেদনের এই পর্বে করেছি একটু মন দিয়ে পড়ুন।
নিয়োগকারী দপ্তরের নাম : Vadodara Municipal Corporation(VMC)
এই পদের আবেদন ফি (VMC DTP Operator Recruitment 2025)
Category
Fee
All Candidates
400/-
Payment
Online Method.
বয়সসীমার বিবরণ
ভাদোদরা পৌরসভার বিজ্ঞপ্তিতে দেওয়া সরকারি নিয়ম অনুসারে বয়সসীমা সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর। (10/05/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে প্রার্থীকে)।
আবেদন প্রক্রিয়ার বিস্তারিত বিবরণ
প্রথমে ভাদোদরা মিউনিসিপল কর্পোরেশনের সরকারি ওয়েবসাইট vmc.gov.in যেতে হবে।
তারপর ভিএমসির Recruitment or Carrer অপশনে গিয়ে উপরোক্ত পদের নোটিফিকেশন দেখবেন।
সেখানে অফিসার, ডিটিপি অপারেটর পদে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা দেখবেন।
যদি আপনার যোগ্যতার সাথে ম্যাচ করে যায় তাহলে আপনি অনলাইনে আবেদন শুরু করবেন।
সব তথ্যগুলি পূরণ করার পর আপনি সাবমিট অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিট করে দেবেন।
একটা প্রিন্ট বের করে রাখবেন সেই অ্যাপ্লিকেশন ফর্মের যাতে ভবিষ্যতে কাজে দেয় আপনার।
Important Dates
Start Date for Apply Online
12/04/2025
Last Date for Apply Online
30/04/2025
Important Links
Official Notification of Training Officer Post & Store Superintendent Post (PDF)
"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."