VNSGU Computer Operator Recruitment 2025: বীর নরমাদ সাউথ গুজরাট ইউনিভার্সিটি কম্পিউটার অপারেটার এবং জুনিয়র ক্লার্ক/টাইপিস্ট নিয়োগ করছে! বেতন আকর্ষণীয়।
VNSGU Computer Operator Recruitment 2025: গুজরাট ইউনির্ভাসিটিতে বিভিন্ন পদে নিয়োগ চলছে। আপনি যদি কম্পিউটার জানেন তাহলে আবেদন করতে পারবেন এখানে। কম্পিউটার টাইপিং এ স্পীড থাকলে ...
VNSGU Computer Operator Recruitment 2025: গুজরাট ইউনির্ভাসিটিতে বিভিন্ন পদে নিয়োগ চলছে। আপনি যদি কম্পিউটার জানেন তাহলে আবেদন করতে পারবেন এখানে। কম্পিউটার টাইপিং এ স্পীড থাকলে আপনি আবেদন যোগ্য। অনলাইন এবং অফলাইন দুই পদ্ধতিতেই আপনি আবেদন জানাতে পারবেন 30/04/2025 তারিখ 6:10 P.M পর্যন্ত।
গুজরাত ইউনিভার্সিটির মত বড় প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতাও খুব ভালো হয়। এখানে আপনি পাঁচ বছর কাজ করার পর 7th Pay Scale অনুযায়ী মাসে মাইনে পাবেন। সুতরাং, ইচ্ছুক ব্যক্তিরা প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন।
নিয়োগকারী দপ্তর : Veer Narmad South Gujrat University, Surat
যারা হার্ড কপি জমা দিতে চান তারা আবেদনপত্রের অরিজিনাল সেট, দুটো ফটোকপি, এনভেলোপের মধ্যে ভরে 30/04/2025 (6:10 P.M) এর মধ্যে গিয়ে নির্দিষ্ট ঠিকানায় জমা দিয়ে আসতে হবে।
অনলাইনে আবেদন করার সময় আবেদন সংক্রান্ত সব নথিপত্র আপলোড করে দিতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে।
আবেদনপত্র পূরণ করা হয়ে গেলে একটা প্রিন্ট আউট বের করে নেবেন এবং নিজের কাছে রেখে দেবেন ভবিষ্যতের জন্য।
Selection পদ্ধতি
নিয়োগ প্রক্রিয়া (VNSGU Computer Operator Recruitment 2025) জানতে নীচের অফিসিয়াল নোটিফিকেশনটি মন দিয়ে পড়ুন এবং অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেখে নিন।
"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."