VSSC JRF Recruitment 2025: বিক্রম সারাভাই স্পেস সেন্টার, ত্রিবান্তাপূরমে জুনিয়র রিসার্চ ফেলো পদে নিয়োগ! অনলাইনে আবেদন করুন।

VSSC JRF Recruitment 2025: স্পেস সেন্টারে কাজ করার জন্য ছোটো থেকেই যাদের ইচ্ছা তাদের ইচ্ছা পূরণ করার জন্য ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংগঠন বিক্রম সারাভাই অন্তরিক্ষ ...

VSSC JRF Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

VSSC JRF Recruitment 2025: স্পেস সেন্টারে কাজ করার জন্য ছোটো থেকেই যাদের ইচ্ছা তাদের ইচ্ছা পূরণ করার জন্য ভারতীয় অন্তরিক্ষ অনুসন্ধান সংগঠন বিক্রম সারাভাই অন্তরিক্ষ কেন্দ্র তাদের স্পেস সেন্টারে জুনিয়ার রিসার্চ ফেলো পদের জন্য ১০ জন প্রার্থী নিয়োগ করছে। কাজ করতে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করুন ২ এপ্রিলের মধ্যে।

স্পেস ফিজিক্যাল ল্যাবরেটরিতে রিসার্চের কাজের জন্য কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স কত চেয়েছে, মাসে কত বেতন পাবেন, নিয়োগ পদ্ধতি এইসব বিস্তারিত আলোচনা থাকছে আজকের প্রতিবেদনটিতে।

Recruitment Board : Space Physics Laboratory of Vikram Sarabhai Space Centre Thiruvananthapuram (VSSC).

Important Date

Last Date of Apply : 02/04/2025

পদ এবং শূন্যপদের সংখ্যা

Post NameVacancy
Junior Research Fellow (JRF)10

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Junior Research Fellow (JRF)M.Sc Degree in Physics/Applied Physics/Engineering Physics/Space Physics or MS/ME/M.Tech in Atmospheric Science/Space Science/Planetary Science/Applied Physics/Engineering Physics

Read More: পাঞ্জাব এবং সিণ্ড ব্যাঙ্কে অ্যাপ্রেন্টিস নিয়োগ! গ্রাজুয়েট যোগ্যতায় আবেদন করুন।

Salary (VSSC JRF Recruitment 2025)

Post NameMonthly Salary
Junior Research Fellow (JRF)37,000/-

বয়সসীমা

Post NameAge
Junior Research Fellow (JRF)28 বছর (2 এপ্রিল, 2025 অনুয়ায়ী হিসেব করতে হবে)।

How to Apply for VSSC JRF Recruitment 2025

  1. অনলাইনে আবেদন করতে হবে।
  2. http://www.vssc.gov.in এই ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র সাবমিশন করতে হবে।
  3. নিজের বৈধ ই-মেল আইডি দিতে হবে যেখানে সমস্তরকম তথ্য পাঠানো হবে।
  4. অ্যাপ্লিকেন্টদের দেওয়া হবে একটা অনলাইন রেজিস্ট্রেশন নম্বর যেটা ভবিষ্যতের জন্য রেখে দিতে হবে।
  5. আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নিতে হবে ভবিষ্যতে দরকার লাগবে।

Required Documents

  • M.Sc./M.Tech. ডিগ্রী সার্টিফিকেট।
  • GATE/NET/JEST স্কোর শিট এবং অ্যাওয়ার্ড লেটার।
  • বয়সের প্রমাণপত্র।
  • SC/ST/OBC কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।

নিয়োগ পদ্ধতি

  1. নিয়োগ করা হবে (VSSC JRF Recruitment 2025) একমাত্র ইন্টারভিউয়ের উপর নির্ভর করে। সেখানে একটা মেরিট লিস্ট তৈরি হবে পার্সোনাল ইন্টারভিউয়ের ওপর ভিত্তি করে।
  2. ইন্টারভিউ শিডিউল করবে VSSC, ত্রিবান্তাপূরম।
  3. প্রার্থীদর শর্ট লিস্টের পর ইন্টারভিউয়ের কল লেটার ই-মেল মাধ্যমে পাঠানো হবে।
  4. ইন্টারভিউয়ের রেজাল্টও ওয়েবসাইট মারফৎ জানানো হবে।
  5. ইন্টারভিউয়ের সময় অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে হবে। যেমন, অরিজিনাল সমস্ত সার্টিফিকেট, মার্কশিট, বিদেশী ডিগ্রী থাকলে, নো অবজেকশন সার্টিফিকেট ইত্যাদি।

    Important Links

    Notification pdfDownload Here
    Online ApplyClick Here
    Official WebsiteClick Here

    VSSC JRF Recruitment 2025

    Subhasis Ghosal

    "I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

    Leave a Comment