WB Co-operative Service Commission Recruitment 2025 :  ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সারভিস কমিশনে শূন্যপদে নিয়োগ! বেতন, 58,644 টাকা।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
WB Co-operative Service Commission Recruitment 2025

WB Co-operative Service Commission Recruitment 2025 : ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সারভিস কমিশন এ ৮৫টি শূন্যপদের জন্য নিয়োগ চলছে। চাকরীপ্রার্থীদের জন্য দারুণ সুখবর। গ্রাজুয়েট পাশে অনলাইনে আবেদন করুন সার্ভার ডাউন হবার আগেই।

শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, শূন্যপদ কত রয়েছে, মাসিক মাইনে কত পাবেন, আবেদন পদ্ধতি, কিভাবে নিয়োগ হবে এইসব নিয়ে আজকের প্রতিবেদনে আলোচনা করছি।

Important Dates

আবেদন শুরুর তারিখ২৮/০১/২০২৫ (শুরু হয়ে গিয়েছে)।
আবেদনের শেষ তারিখ২৭/০২/২০২৫।

নিয়োগকারী দপ্তর : West Bengal Co-operative Service Commission (WEBCSC)

পদের নাম ও শূন্যপদের সংখ্যা

Post NameVacancy
Assistant (Grade-I) Clerk16
JUNIOR ASSISTANT/JUNIOR SUPERVISOR/JUNIOR CASHIER/JUNIOR LEDGER KEEPER- (ALL POSTS ARE FROM GRADE-IV CATEGORY)
26
Assistant (Grade-II)26
Clerical04
Assistant / Supervisor / Cashier07
Assistant Grade-I06

Salary (WB Co-operative Service Commission Recruitment 2025)

Post NameMonthly Salary
Assistant (Grade-I) Clerk38,340 টাকা।
JUNIOR ASSISTANT/JUNIOR SUPERVISOR/JUNIOR CASHIER/JUNIOR LEDGER KEEPER- (ALL POSTS ARE FROM GRADE-IV CATEGORY)
34,615 টাকা।
Assistant (Grade-II)40,409 টাকা।
Clerical58,644 টাকা।
Assistant / Supervisor / Cashier42,949 টাকা।
Assistant Grade-I21,883 টাকা।

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Assistant (Grade-I) Clerkযে কোন শাখায় গ্রাজুয়েট।
JUNIOR ASSISTANT/JUNIOR SUPERVISOR/JUNIOR CASHIER/JUNIOR LEDGER KEEPER- (ALL POSTS ARE FROM GRADE-IV CATEGORY)
গ্রাজুয়েট হতে হবে।
Assistant (Grade-II)আর্টস/কমার্স/সায়েন্স গ্রাজুয়েট।
Clericalশুধুমাত্র গ্রাজুয়েট।
Assistant / Supervisor / Cashierযে কোন শাখায় গ্রাজুয়েট।
Assistant Grade-Iপ্রার্থীকে গ্রাজুয়েট হতে হবে।

বয়সসীমা

উপরোক্ত সব পদের ক্ষেত্রে প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর (01/01/2025) অনুযায়ী বয়স হিসেব করে নিতে হবে।

আরও পড়ুন : গ্রাজুয়েট যোগ্যতায় এস.বি.আই ট্রেড ফাইন্য়ান্স অফিসার নিয়োগ! বেতন,  ৯৩,৯৬০ টাকা।

আবেদন ফি (WB Co-operative Service Commission Recruitment 2025)

CategoryFee
For UR, OBC, OBC-A, OBC-B, EWS650 টাকা (Examination Fee + Processing Fee)
For SC/ST250 টাকা (Only Processing Fee)

How to Apply

প্রার্থীদের অনলাইনে আবেদন (WB Co-operative Service Commission Recruitment 2025) জানাতে হবে। আবেদন করার সময় প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর দিতে হবে যোগাযোগের জন্য়।

শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার সার্টিফিকেট (যেখানে প্রযোজ্য হবে) যোগ করতে হবে।

কম্পিউটারের সার্টিফিকেট যোগ করতে হবে।

ডকুমেন্ট কি কি লাগবে?

(১) রিসেন্ট পাসপার্ট সাইজ কালার ফটোগ্রাফ।

(২) নিজের স্বাক্ষর।

(৩) বাম বুড়ো আঙুলের ছাপ।

(৪) মাধ্যমিকের অ্যাডমিট কার্ড (10 Standard)।

(৫) SC/ST, OBC, EWS etc. সার্টিফিকেট (যদি লাগে)।

(৬) কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।

(৭) বাসিন্দা সার্টিফিকেট। (pdf/jpg, jpeg ফরম্যাটে)।

নিয়োগ পদ্ধতি

এখানে ১০০ নম্বরের লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর অনলাইনে কম্পিউটার (WB Co-operative Service Commission Recruitment 2025) টেস্ট নেওয়া হবে।

অর্থাৎ লিখিত পরীক্ষা হবে ৮৫ নম্বরের এবং ইন্টারভিউয়ে থাকবে ১৫ নম্বর।

1. এরপর প্রার্থীদের অনলাইনে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে যেখানে ৮৫টি MCQ টাইপের প্রশ্ন থাকবে এবং পাঁচটি বিষয়ের উপর ভিত্তি করে পরীক্ষা নেওয়া হবে।

(১) বাংলা

(২) ইংরাজী

(৩) গণিত (ইংরেজী ভাষায় প্রশ্নপত্র থাকবে)।

(৪) জেনারেল নলেজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স (ইংরাজী অপশনে থাকবে)।

(৫) ক্লারিক্যাল অ্যাপটিটিউড (ইংরাজী ভাষায় থাকবে)।

প্রত্যেক ভুল উত্তরে নেগেটিভ মার্কিং থাকবে (¼ mark)

2. ডেস্ক্রিপটিভ টাইপের প্রশ্ন

(১) পূর্ণমান ৫০ থাকবে। যোগ্যতার ভিত্তিতে এবং কম্পিউটারের টেস্টের উপর নির্ভর করে মেধা তালিকা তৈরি হবে। লিখিত পরীক্ষায় (WB Co-operative Service Commission Recruitment 2025) ৩০ শতাংশ নম্বর পেতে হবে।

(২) এইগুলি উত্তীর্ণের পরই ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

3. কম্পিউটার টেস্ট

(১) শূূন্যপদের তুলনায় ১০ গুণ প্রার্থীকে কম্পিউটার টেস্টের জন্য় ডাকা হবে।

4. ডকুমেন্ট ভেরিফিকেশন

সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। সেইসময় আপনাদের অরিজিনাল ডকুমেন্ট দেখাতে হবে।

Important Links

Official Notification (pdf)Download Here
WEBCSC Apply OnlineClick Here
Official WebsiteClick Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment