WB Food Dept Recruitment 2025: পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তর ডাটা এন্ট্রি পদের জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী চাকরি প্রার্থীরা খাদ্য দপ্তরে আবেদনের জন্য শীঘ্রই নোটিফিকেশন চেক করো। একজন আবেদক একটা জেলাতেই আবেদন করতে পারবে।
খাদ্য দপ্তরে নিয়োগের শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, বেতন কত পাবেন, নিয়োগ প্রক্রিয়া সব কিছুই জেনে নাও এই প্রতিবেদনে।
নিয়োগকারী দপ্তর: Food & Supplies Department Govt. of West Bengal.
পদের নাম (WB Food Dept Recruitment 2025)
ডাটা এন্ট্রি অপারেটর।
শিক্ষাগত যোগ্যতা
- ভারতীয় নাগরিক হতে হবে।
- বিএ পাশ করে থাকতে হবে।
- কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট থাকতে হবে।
Read More: বিশ্বভারতীতে সহযোগী এবং সহকারী অধ্যাপক নিয়োগের আবেদন চলছে! আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত।
বয়সসীমা
1st জানুয়ারী, ২০২৫ অনুযায়ী ২১ থেকে ৩৫ বছর বয়স হতে হবে।
বেতন কত পাবেন?
প্রতি মাসে আপনারা ১৬,০০০ টাকা করে বেতন পাবেন।
How To Apply For WB Food Dept Recruitment 2025
- অনলাইনে আবেদন করতে হবে আপনাদের।
- একটা ডিস্ট্রিক্টের জন্য একজনই আবেদন করতে পারবেন।
- আবেদনপত্র পূরণ করে সমস্ত মার্কশিট, সার্টিফিকে আপলোড করতে হবে ওয়েব পোর্টালে গিয়ে।
- আবেদনপত্র সাবমিট করা হয়ে গেলে একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে।
ডকুমেন্ট কি লাগবে?
১। পাসপোর্ট সাইজের কালার ফটো।
২। আইডি কার্ড।
৩। বাসস্থান সার্টিফিকেট।
৪। কম্পিউটার সার্টিফিকেট।
৫। শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
৫। অভিজ্ঞতার সার্টিফিকেট।
নিয়োগ প্রক্রিয়া
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, গ্রাজুয়েশনে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে। বাছাই করা প্রার্থীদের টাইপ টেস্টের জন্য ডাকা হবে। টাইপ টেস্টের পরে কম্পিউটারে এমএস এক্সেল দক্ষতা কেমন আছে দেখবে এবং ইন্টারভিউ হবে।
Important Dates
আবেদন সাবমিশনের শেষ তারিখ: 20/06/2025 (5:30 PM)
Important Links
Official Notification: Download