WB Group C Recruitment 2025: ভূমি সংস্কার অফিস পূর্ব মেদিনীপুরে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ! পদের নাম গ্রুপ ‘সি’।

WB Group C Recruitment 2025: জেলা ভূমি এবং ভূমি সংস্কার অফিস পূর্ব মেদিনীপুর থেকে বর্তমানে একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ...

WB Group C Recruitment 2025
Published On:
Follow
Join
Subscribe

WB Group C Recruitment 2025: জেলা ভূমি এবং ভূমি সংস্কার অফিস পূর্ব মেদিনীপুর থেকে বর্তমানে একটা চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আপনারা যারা পূর্ব মেদিনীপুরের লোকাল বাসিন্দা তারা অতি সত্ত্বর আবেদন করুন। ১৭ই জুনের মধ্যে আবেদনপত্র পাঠান ভূমি সংস্কার দপ্তরের অফিসের ঠিকানায়।

জেলা ভূমি সংস্কার দপ্তরে কারা কারা আবেদন করতে পারবেন, কারা ওয়াক-ইন-ইন্টারভিউ দিতে পারবেন, বয়স কত লাগবে এই আবেদনের জন্য সমস্ত কিছু জানতে প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন এবং আবেদনের আগে সমস্ত দিক খুঁটিয়ে তবে আবেদন করুন।

নিয়োগকারী দপ্তর: District Land & Land Reforms Office Purba Medinipur

পদের নাম (WB Group C Recruitment 2025)

Group ‘C’

গ্রুপ ‘সি’ পদের শিক্ষাগত যোগ্যতা।

মাধ্যমিক পাশে এই পদে নিয়োগ করা হবে।

Read More: ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনে MTS নিয়োগ! বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই।

বয়সসীমা

গ্রুপ ‘সি’ পদের নিয়োগের 01/07/2025 তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর চাওয়া হয়েছে।

আবেদন পদ্ধতি (WB Group C Recruitment 2025)

  • purbamedinipur.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
  • হোম পেজে গ্রুপ ‘সি’ পদের একটা নোটিফিকেশন বের হয়েছে দেখে নিতে হবে।
  • দেখার পর তার শিক্ষাগত যোগ্যতা, বয়স এইসব দেখে নিতে হবে।
  • যদি আপনি যোগ্য হন তাহলে আবেদন ফর্ম ডাউনলোড করে একটা প্রিন্ট বের করে নিন।
  • আবেদনপত্র ভালো করে পূরণ করে সমস্ত নথিপত্রসহ পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।

আবেদন পাঠানোর জন্য অফিসের ঠিকানা

“TO CHAMBER OF THE ADDITIONAL DISTRICT MAGISTRATE(LR), PURBA MEDINIPUR”

নিয়োগ পদ্ধতি

Walk-In-Interview হবে শুধুমাত্র।

Important Dates

Walk-In-Date: 17/06/2025

Important Links

Application Form (PDF): Download Here

Official Website: Click Here

WB Group C Recruitment 2025

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment