WB Group-D Recruitment 2025 : পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে ক্লাস এইট পাশে গ্রুপ-ডি নিয়োগ! সময় শেষ হবার আগেই আবেদন করুন।

By Subhasis Ghosal

Updated On:

Follow Us
WB Group-D Recruitment 2025

WB Group-D Recruitment 2025 : চাকরী প্রার্থীদের জন্য দারুণ খুশির একটা খবর। পূর্ব মেদিনীপুর জেলা কোর্টে বিভিন্ন শূন্যপদে অনেক লোক নিচ্ছে। ক্লাস এইট পাশে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করুন। এইরকম সুযোগ আর আসবে না আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আপনারা তাড়াতাড়ি অনলাইন ফর্ম ফিলাপ করে আবেদন শুরু করুন।

শূন্যপদের সংখ্যা কত রয়েছে? মাসে মাইনে কত পাবেন? শিক্ষাগত যোগ্যতা কি থাকতে হবে? বয়স কত চেয়েছে? কিভাবে অনলাইনে আবেদন করবেন? ডকুমেন্ট কি কি লাগবে? নিয়োগ পদ্ধতিই বা কেমন হবে? এইসব বিষয় নিয়েই আমাদের আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব সঙ্গে থাকুন।

Important Dates

আবেদনের শুরুর তারিখ01.02.2025 (শুরু হয়ে গিয়েছে)।
আবেদনের শেষ তারিখ28.02.2025 (রাত্রি ১২ টা পর্যন্ত)

নিয়োগকারী দপ্তর : Office of the District Recruitment Committee Purba Medinipur District Judjeship, West Bengal.

পদের নাম ও শূন্যপদর সংখ্যা

Post NameVacancy
Lower Division Clerk16
English Stenographer (Grade-III)09
Process Server03
Group-D18

Salary (WB Group-D Recruitment 2025)

Post NameMonthly Salary
Lower Division Clerk22,700 – 58,500 টাকা বেতন পাবেন।
English Stenographer (Grade-III)32,100 – 82,900 টাকা মাসে বেতন।
Process Server21,000 – 54,000 টাকা।
Group-D17,000 – 43,600 টাকা বেতন।

শিক্ষাগত যোগ্যতা

Post NameQualification
Lower Division Clerkকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
এবং আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকতে হবে।
English Stenographer (Grade-III)মাধ্যমিক পাশ হতে হবে। সাথে কম্পিউটারের জ্ঞান ও শর্টহ্যাণ্ড লিখতে জানতে হবে।
Process Serverকোন সরকারী বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং মাতৃভাষায় জ্ঞান থাকতে হবে।
Group-Dঅষ্টম শ্রেণী পাশ এবং মাতৃভাষায় জ্ঞান থাকতে হবে।

বয়সসীমা

উপরে যে কোন পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

বয়সের ছাড় : সরকারী নিয়ম অনুসারে SC/OBC প্রার্থীরা বয়সে ০৩ বছর অর্থাৎ ৪৩ বছর এবং ST প্রার্থীরা বয়সে ০৫ বছর অর্থাৎ ৪৫ বছর পর্যন্ত বয়সের উর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আরও পড়ুন :  কোল ইণ্ডিয়ায় ম্য়ানেজমেন্ট ট্রেনি ৪৩৪ শূন্যপদে নিয়োগ! বেতন, 1,60,000 টাকা।

How to Apply for WB Group-D Recruitment 2025

১) প্রথমে মেদিনীপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে ‘অনলাইনে আবেদন করুন’ এখানে ক্লিক করুন।

২) বিজ্ঞপ্তিটি ভালোভাবে পড়ে কোন পদের জন্য আবেদন করবেন সেটা ঠিক করুন।

৩) তারপর প্রার্থীকে রেজিস্ট্রেশন পেজে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সম্পূর্ণ তথ্য দিতে হবে।

৪) এরপর নিজের নাম, বিভাগ, জন্ম তারিখ, লিঙ্গ, মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিয়ে তথ্যগুলি পূরণ করুন।

৫) এরপর আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছেন সেটার উপযুক্ত প্রমাণ যোগে উল্লেখ করুন।

৬) রেজিস্ট্রেশন পেজে সব তথ্য দেওয়ার পর আপনি ভালোভাবে সেটা যাচাই করে নিন ঠিক আছে কিনা। তারপর “সাবমিট অ্যাণ্ড প্রোসিড টু অ্যাপলিক্যান্ট লগ ইন” ক্লিক করুন।

৭) তারপর আপনার মোবাইলে একটা এসএমএস অথবা ই-মেল এ একটা ওটিপি যাবে সেখানে অ্যাপলিকেশন নম্বর দেওয়া থাকবে । যেটা পরে আপনি পেজ লগ ইন করার সময় কাজে লাগবে।

৮) এগুলি কমপ্লিট হলে ‘প্রোসিড ফর পেমেন্ট’ এ ক্লিক করতে হবে। পেমেন্ট গেটওয়েতে নিয়ে যাওয়া হবে সেখানে প্রার্থীদের যে পদে আবেদন করেছে সেই পদের ফি প্রদান করতে হবে।

৯) পরবর্তী পেজে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার বিবরণে দিতে বলা হবে সেগুলি সব পূরণ করে দিতে হবে। এবং সেখানে পছন্দের পরীক্ষার বিভাগ ও বর্তমান ঠিকানার উল্লেখ করে দিতে হবে।

১০) তারপর সব তথ্যগুলি পূরণ করার পর প্রার্থীর পাশের সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট সমস্ত কিছু আপলোড করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। ফাইনাল তথ্য জমা দেওয়ার আগে প্রার্থীকে আরেকবার ভালো করে যাচাই করে নিতে হবে।

১১) এখানে নিজের কালার বর্তমান ফটো এবং নিজস্ব সিগনেটার আপলোড করতে হবে নির্দিষ্ট ফরম্যাটে। (৩০ kb – 50 kb এর মধ্যে)।

১২) আর ডকুমেন্ট অবশ্যই 100 kb এর মধ্যে আপলোড করতে হবে। (jpeg, jpg ফরম্যাটে)।

১৩) প্রার্থীদের খেয়াল রাখতে হবে শুধুমাত্র একটা পোষ্টের জন্যই তারা আবেদন করতে পারবে। একের বাইরে পোষ্টে আবেদন করলে তাদের আবেদন বাতিল হয়ে যাবে।

১৪) আবেদন বন্ধ হয়ে যাওয়ার আগে তাকে অবশ্যই আবেদন ফি পেমেন্ট করে দিতে হবে।

১৫) সবশেষে আবেদন ফর্মের একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে ভবিষ্যতের জন্য।

হেল্পলাইন নম্বর

আবেদনপত্র পূরণের ক্ষেত্রে কোন রকম অসুবিধা হলে প্রার্থীরা ই-মেল অথবা ফোন নম্বরে ফোন করতে পারেন।

ই-মেল আইডি – djpmcell@rediffmail.com

মোবাইল নং – 7603020660

আবেদন ফি

Name of the PostFee
Lower Division Clerk For Gen- 800 টাকা।
For SC/ST/EWS) – 600 টাকা।
English Stenographer (Grade-III) For Gen- 800 টাকা।
For SC/ST/EWS) – 600 টাকা।
Process Server (For For Gen- 800 টাকা।
For SC/ST/EWS) – 600 টাকা।
Group-D For Gen- 700 টাকা।
For SC/ST/EWS) – 500 টাকা।

নিয়োগ পদ্ধতি

  • এখানে (WB Group-D Recruitment 2025) মোট ১০০ নম্বরের MCQ ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হবে। 50টি প্রশ্ন থাকবে প্রশ্নের মান 2 করে থাকবে। এক ঘন্টার পরীক্ষা দিতে হবে। প্রত্যেক ভুল উত্তরের জন্য 1 নম্বর করে কাটা যাবে।
  • মাধ্যমিক সিলেবাসের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে।
  • প্রোসেস সার্ভার এবং গ্রুপ-ডিএর ক্ষেত্রে অষ্টম শ্রেণীর সিলেবাসের উপর ভিত্তি করে পরীক্ষা হবে।
  • ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে কম্পিউটার টাইপিং টেস্ট দিতে হবে।
  • পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
  • সবশেষে অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ দেওয়া হবে।

Important Links

Official Website Click Here
Official Notification (pdf)Download Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment