WB Krishak Bandhu New Update: কৃষক বন্ধুর টাকা দেওয়া শুরু হয়েছে! দেখে নিন কারা কারা টাকা পাবেন।

WB Krishak Bandhu New Update: কৃষক বন্ধু প্রকল্পে চলে এসেছে বিরাট আপডেট। ২০২৫ সালে কৃষক বন্ধুর প্রথম কিস্তি কবে দেওয়া হবে তা জানার জন্য সবাই ...

WB Krishak Bandhu New Update
Published On:
Follow
Join
Subscribe

WB Krishak Bandhu New Update: কৃষক বন্ধু প্রকল্পে চলে এসেছে বিরাট আপডেট। ২০২৫ সালে কৃষক বন্ধুর প্রথম কিস্তি কবে দেওয়া হবে তা জানার জন্য সবাই উদগ্রীব হয়ে বসে আছেন। খারিপ ও রবি মরশুমের শুরুতে কৃষকদের ব্যাঙ্কে টাকা পৌঁছে যাবে।

কৃষক বন্ধুরা এই প্রতিবেদনের মাধ্যমে আজকে জানাব কোন সময় আপনাদের টাকা ঢুকবে। কোন কোন কৃষক বন্ধুদের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তাও জানাব।

নতুন কৃষক বন্ধুরা যারা সদ্য জমি কিনেছেন তারাও কিভাবে এই প্রকল্পে নাম লেখাবেন তার সমস্ত কিছুই জানাব প্রতিবেদনের মাধ্যমে। অনেক কৃষক বন্ধুরা এখনও আধার লিঙ্ক করেন নাই তারা যত তাড়াতাড়ি সম্ভব লিঙ্কটা করিয়ে নেবেন।

কৃষক বন্ধুদের প্রথম কিস্তির টাকার আপডেট-

খরিফ মরশুমে যে টাকা দেওয়া হয় তার আপডেট দেওয়া হল-

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ কৃষকদের কথা ভেবেই তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিয়ে গেছেন। একের পর এক জনমুখী প্রকল্পের সূচনা করেন। কৃষকদের জন্য চালু হওয়া প্রকল্পটি বেশই জনপ্রিয় হয়েছে। কৃষক বন্ধুরা একে দারুণভাবে স্বাগত জানিয়েছেন। এই প্রকল্পটি শুধু কৃষকদ বন্ধুদের পাশে দাঁড়ানোই নয় এই প্রকল্পের উদ্দেশ্যই ছিল মানবিকভাবে সবার পাশে থাকা।

আগে যখন চালু হয়েছিল এই প্রকল্পটি তখন কৃষকদের সর্বোচ্চ ৫,০০০ টাকা দেওয়া হত। কিন্তু কালের রূপান্তরে কৃষকদের জন্য চালু হওয়া প্রকল্পও নতুনভাবে ২০২১ সালের ১৭ই জুন আরও নতুনভাবে সামনে এল।

Read More: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ! সুপ্রিম কোর্টের নির্দেশে নথিপত্র যাচায়ীকরণ।

WB Krishak Bandhu New Update

এবারে এল কৃষক বন্ধু নতুন প্রকল্প নাম নিয়ে। সেখানে বলা হল ১ একর বা তার বেশি জমির জন্য জমির মালিক ১০,০০০টাকা করে পাবেন। ১ একরের কম হলে সেখানে ৪,০০০ টাকা করে পাবেন।

এই টাকা কৃষকদের জন্য দুই মরশুমে যথা- খরিফ মরশুম (এপ্রিল থেকে সেপ্টেম্বর) রবি মরশুমে (অক্টোবর থেকে মার্চ) দেওয়া হয়।

তবে আর একটি দিক হল যদি কোন কৃষক ১৮-৬০ বছরের মধ্যে মারা যান সেখানে তার পরিবারকে দেওয়া হয় ২ লক্ষ টাকা পর্যন্ত সাহায্য। এখন একটাই প্রশ্ন ঘোরাফেরা করছে কৃষকদের বন্ধু বা ভাইয়েদের মনে মে মাস তো শেষ হয়ে গেল জুন মাস পরে গেছে কবে ঢুকবে তাদের প্রকল্পের টাকা।

কিন্তু মাসের পর মাস পেরিয়ে গেলেও এখন টাকা দেখা মিলছে না। নিয়ম অনুযায়ী এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়। কিন্তু চাষীবাসীদের তো দুর্দশার শেষ নেই বিভিন্ন ঝড়-ঝঞ্ঝা, দুর্যোগ লেগেই থাকে তার ফলে তাদের শস্যের ক্ষতিও হয়।

কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়ার তারিখ ঘোষণা

  • কৃষক বন্ধুরা তাই এই প্রকল্পের উপরই ভরসা রেখে চলেছেন। গত বছরের হিসাব অনুয়ায়ী ২০২৪ সালে কৃষক বন্ধুদের টাকা দেওয়া হয়েছিল ১২ জুন। তাই ২০২৫ সালেও কিন্তু জুন মাসেই টাকা দিতে পারে সরকার। একটা সম্ভাবনা তৈরি হয়েছে।
  • তবে এখনও সেইরকম তোড়জোড় দেখা যাচ্ছে না। কিন্তু বলা হচ্ছে সরকারি তরফ থেকে যে ১৩ থেকে ২০ জুনের মধ্যে টাকা পাঠানো শুরু হয়ে যেতে পারে। তবে অনেক কৃষকদের কাগজপত্রে কিছু গোলমাল থাকাতে (WB Krishak Bandhu New Update) তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না।
  • যাদের এইরকম সমস্যা তৈরি হয়েছে তারা যেন দ্রুত আধার সংশোধনের কাজটি তাড়াতাড়ি করে নেন। নাহলে পরে অসুবিধায় পড়তে হবে।

আধার লিঙ্ক করতে কি ডকুমেন্টস দিতে হবে?

১। আধার কার্ডের জেরক্স।

২। ভোটার কার্ডের জেরক্স।

৩। ব্যাঙ্কের পাশবইয়ের প্রথম পাতার জেরক্স। অবশ্যই সিঙ্গল অ্যাকাউন্ট থাকতে হবে।

৪। জমির হাল,খতিয়ান, পরচার জেরক্স কপি।

৫। মোবাইল নম্বর কিন্তু আধার লিঙ্ক করা।

তাই কৃষক বন্ধুরা আপনারা অবশ্য়ই মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক (WB Krishak Bandhu New Update) করিয়ে নেবেন নাহলে পর আপনাদের টাকা অ্যাকাউন্টে ঢুকবে না।

WB Krishak Bandhu New Update

Subhasis Ghosal

"I am a Diploma holder in Electronics & Telecommunication Engineering with certifications in Web Development, Digital Marketing, and CeTA. I write on wbschemes.com and manage wbtathya.in, creating simple and useful content for readers."

Leave a Comment