WB SSC MTS Recruitment 2025: সরকারী চাকরি পরীক্ষার জন্য যারা বছরের পর বছর প্রস্তুতি নিয়ে চলেছো কিন্তু চাকরি পাচ্ছ না তাদের জন্য একটা দারুণ সুযোগ হতে চলেছে ২০২৫ সালটি। এই ২০২৫ সালেই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন নিয়ে আসছে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) নিয়োগের বিজ্ঞপ্তিটি।
MTS পদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে? লাস্ট ডেট কবে? পরীক্ষা দিতে তুমি বসতে পারবে কিনা? শিক্ষাগত যোগ্যতা তোমার কি লাগবে? এই সমস্ত কিছু শুরু থেকে শেষ পর্যন্ত বলব প্রতিবেদনটি পড়।
নিয়োগকারী দপ্তর: West Bengal Staff Selection Commission(WBSSC)
পদের নাম (WB SSC MTS Recruitment 2025)
মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শূন্যপদের সংখ্যা
শূন্যপদের সংখ্যা মোটামুটি ৭০০০ এর উপরে।
শিক্ষাগত যোগ্যতা কি লাগবে?
| পদের নাম | যোগ্যতা |
| মাল্টি টাস্কিং স্টাফ (MTS) | মাধ্যমিক পাশ। |
আরও পড়ুন: পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ! কম্পিউটার এক্সেলে দক্ষ হতে হবে।
বয়সসীমা
মাল্টি টাস্কিং স্টাফ নিয়োগের সর্বনিম্ন বয়স ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ২৭ বছর। এছাড়া SC/ST এর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের এবং OBC প্রার্থাদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় ৩ বছর ছাড়া পাওয়া যাবে।
How To Apply For WB SSC MTS Recruitment 2025
- ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে।
- হোম পেজে MTS পদের নোটিফিকেশনটি ভালো করে পড়ে নিতে হবে।
- তারপর আবেদনের লাস্ট ডেট দেখে আবেদন শুরু করতে হবে।
- আবেদনপত্র পূরণ হয়ে গেলে সাবমিট করে দিতে হবে।
- প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপলোড করে দিতে হবে পিডিএফ বা জেপিজি ফরম্যাটে।
- আবেদন ফি প্রদান করতে হবে।
- আবেদন শেষে একটা প্রিন্ট আউট বের করে নিতে হবে তোমাদের ভবিষ্যতে সংরক্ষণের জন্য।
নিয়োগ পদ্ধতি
১. লিখিত পরীক্ষা।
২. ইন্টারভিউ।
Important Dates
| Online Form বের হবে | 26/06/2025 |
| Last Date Online Submission | 24/07/2025 |
| Exam Date MTS | 20/09/2025 to 24/10/2025 |
Important Links
Notification: এখনও বের হয়নি। পরে জানানো হবে।
Official Website: Click Here


