WBBPE Notification: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ একটি খুবই গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত করেছে। বলাই যায়, এই নোটিফিকেশনটি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট ০৪/০৪/২০২৫ তারিখে যে গুরুত্বপূর্ণ রায়দান করেছিলেন সেই রায়ের প্রেক্ষিতেই এই নোটিফিকেশন প্রকাশ করা। D.El.Ed কমপ্লিট করেছে NIOS থেকে এবং এই মামলার সঙ্গে যুক্ত প্রার্থীদের যোগ্যতা যাচায়ীকরণের কথা বলা হয়েছে।
নথিপত্র যাচায়ীকরণ কোথায় হবে (WBBPE Notification)?
যারা যোগ্য তারা যেন আগামী ০৯/০৬/২০২৫ থেকে ১৮/০৬/২০২৫ তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে ঠিক নির্দিষ্ট সময়ে তাদের নথিপত্র যাচায়ীকরণের জন্য উপস্থিত হয়। যাদের যাদের নাম ঐ তালিকায় অন্তর্ভুক্ত করা আছে তাদের প্রত্যেকের সময় ও তারিখ বলে দেওয়া হয়েছে।
কারা কারা এই যাচায়ীকরণের জন্য আমন্ত্রিত হয়েছে?
এই নোটিফিকেশনটি কেবলমাত্র দেশের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের উল্লেখ করা মামলায় (SLP(C) নম্বর হল ১৯১৩৯/২০২৪, কৌশিক দাস ও অন্যান্যরা যারা আছেন মামলায় আপিলকারী তাদের জন্যই প্রযোজ্য হবে।
Read More: বিশ্বভারতীতে সহযোগী এবং সহকারী অধ্যাপক নিয়োগের আবেদন চলছে! আবেদন চলবে ৩০ জুন পর্যন্ত।
নথিপত্র যাচায়ীকরণে প্রয়োজনীয় কাগজপত্রগুলি কি কি?
- মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ এবং উচ্চ মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণের মার্কশিট ও সার্টিফিকেট ইত্যাদি।
- জন্মতারিখের প্রমাণ আছে এরকম বৈধ নথি যেমন, অ্যাডমিড কার্ড, রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রভৃতি।
- যারা ১০/০৮/২০১৭ তারিখ বা তার আগেই TET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার সার্টিফিকেট থাকতে হবে।
- ঐ তারিখ সার্ভিস করে থাকার প্রমাণপত্র। যার মধ্য থাকবে a) নিয়োগপত্র/জয়েনিং রিপোর্ট। b) সার্ভিসের সার্টিফিকেট c) স্কুল শিক্ষা দপ্তরের নো অবজেকশন সার্টিফিকেট। d) জুলাই ২০১৭ অর্থাৎ শেষ ছয় মাসের বেতন ভাতাসহ। e) পিএফ/সিপিএফ স্টেটমেন্ট ইত্যাদি।
- NIOS থেকে D.El.Ed কোর্সের মার্কশিট বা সার্টিফিকেট।
- প্রাথমিক শিক্ষক নিয়োগ ২০২২এর রেজিস্ট্রেশন স্লিপ।
- আপিলকারীর প্রমাণযোগ্য নথি।
- বাসিন্দার প্রমাণপত্র।
- ভোটার কার্ড/আধার কার্ড।
- শেষ ছয় মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট।
- সিপিএফ/ইপিএফ স্টেটমেন্ট।
- আইটি ফাইল রিটার্ন (যদি থাকে)।
বিশেষ বক্তব্য:
যোগ্য প্রার্থীদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষার অফিসিয়াল ওয়েবসাইট wbbpe.wb.gov.in এ প্রতিদিন ভিজিট করার জন্য বলা হচ্ছে। এই নথিপত্র যাচায়ীকরণ একটি আইনি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এতে যোগ্য প্রার্থীরা তাদের আইনি লড়াইয়ে নিজেদের যোগ্য বলে প্রমাণ করতে পারবেন বলে মনে করা হচ্ছে।
গুরুত্বপূর্ণ লিঙ্ক
অফিসিয়াল নোটিফিকেশনটি(WBBPE Notification): ডাউনলোড করুন।


