WEBCSC Recruitment 2025 Last Date : পশ্চিমবঙ্গের ইচ্ছুক চাকরী প্রার্থীদের জন্য দারুণ একটা সুযোগ চলে এসেছে। ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনে ক্লারিক্যাল ও অ্যাসিস্টান্ট পদে লোক নেওয়া হচ্ছে। আজকের মধ্যেই সবাই আবেদন করে ফেল। আজ রাত ১১টা অবধি অনলাইনে আবেদন করা যাবে। শীঘ্রই তোমরা আবেদন প্রক্রিয়া সম্পন্ন কর।
শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, মাসে বেতন, শূন্যপদের সংখ্যা, আবেদন পদ্ধতি, কিভাবে নিয়োগ করা হবে সব কিছুই বিস্তারিত ভাবেই আলোচনা করব এই প্রতিবেদনে তোমরা মন দিয়ে পড়ে অনলাইনে আবেদন পত্র পূরণ কর।
Important Dates
| অনলাইনে আবেদনের শুরু | 28/01/2025। |
| অনলাইনে আবেদন শেষ | 27/02/2025 (11:59 P.M.) পর্যন্ত। |
নিয়োগকারী দপ্তর : West Bengal Co-Operative Service Commission (WEBCSC)
পদের নাম ও শূন্যপদের সংখ্যা
| Post Name | Vacancy |
| Assistant (Grade – I) Clerk | 16 |
| Junior Assistant/Junior Supervisor/Junior Cashier/Junior Ledger Keeper (All Post Are From Grade-IV Category) | 26 |
| Assistant (Grade – II) | 26 |
| Clerical | 04 |
| Assistant/Supervisor/Cashier | 07 |
| Assistant Grade-I | 06 |
Salary (WEBCSC Recruitment 2025 Last Date )
| Post Name | Monthly Salary |
| Assistant (Grade – I) Clerk | 38,340 টাকা |
| Junior Assistant/Junior Supervisor/Junior Cashier/Junior Ledger Keeper (All Post Are From Grade-IV Category) | 34,615 টাকা |
| Assistant (Grade – II) | 40,409 টাকা |
| Clerical | 58,644 টাকা |
| Assistant/Supervisor/Cashier | 42,949 টাকা |
| Assistant Grade-I | 21,883 টাকা |
শিক্ষাগত যোগ্য়তা
| Post Name | Monthly Salary |
| Assistant (Grade – I) Clerk | যে কোন শাখায় গ্রাজুয়েট হতে হবে। |
| Junior Assistant/Junior Supervisor/Junior Cashier/Junior Ledger Keeper (All Post Are From Grade-IV Category) | গ্রাজুয়েট পাশ থাকতে হবে। |
| Assistant (Grade – II) | গ্রাজুয়েশন (আর্টস/কমার্স/সায়েন্স)। |
| Clerical | বি.এ/বি.কম/বি.এস.সি পাশ। |
| Assistant/Supervisor/Cashier | যে কোন স্ট্রিমে গ্রাজুয়েশন পাশ। |
| Assistant Grade-I | গ্রাজুয়েশন ডিগ্রি থাকতে হবে। |
বয়সসীমা
উপরের (WEBCSC Recruitment 2025 Last Date) যে কোন পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স সবচেয়ে কম ১৮ বছর এবং সবচেয়ে বেশি ৪০ বছর হতে হবে। (01/01/2025 তারিখ অনুযায়ি বয়স হিসেব করে নিতে হবে)।
SC/ST প্রার্থীরা বয়সের উর্ধ্বসীমায় ৫ বছর, OBC-A এবং OBS-B প্রার্থারাও বয়সের ক্ষেত্রে ৫ বছর পর্যন্ত ছাড় পাবে।
আবেদন ফি
| Category | Fee |
| UR, OBC, OBC-A, OBC-B, EWS | মোট ৬৫০ টাকা। ৪০০ টা পরীক্ষা ফি এবং তার সঙ্গে প্রসেসিং ফি ২৫০ টাকা। |
| SC/ST | ২৫০ টাকা শুধুমাত্র প্রসেসিং ফি বাবদ লাগবে। |
How to Apply for WEBCSC Recruitment 2025 Last Date
উপরের পদগুলিতে আবদনের ক্ষেত্রে প্রার্থীদের প্রয়োজনীয় বিষয়গুলি জানতে হবে-
(১) ই-মেল অ্যাড্রেস এবং মোবাইল নম্বর দিতে হবে যোগাযোগের করার জন্য।
(২) প্রার্থীকে তার ব্যক্তিগত ডিটেলস, টেকনিক্যাল এবং কম্পিউটার নলেজের সমস্ত সার্টিফিকেট দিতে হবে।
(৩) প্রার্থীকে অবশ্যই পরিষ্কার করে উল্লেখ করতে হবে কোন পদে সে আবেদন করছে। কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের রেজাল্টের উপর প্রার্থীদের প্রাধান্য দেওয়া হবে।
(৪) শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং প্রয়োজনীয় ডকুমেন্টস যা যা বলা আছে বিজ্ঞপ্তিতে সব দিতে হবে।
(৫) অনলাইনে আবেদন করার সময় একটা ইউনিক রেজিস্ট্রেশন নম্বর প্রার্থীর মেল অ্যাড্রেসে পাঠানো হবে সেটা রেখে দিতে হবে ভবিষ্যতের জন্য।
(৬) পেমেন্ট সফলের কপিও মেল অ্যাড্রেসে পাঠানো হবে সেটাও রেখে দিতে হবে।
(৭) মনে রাখতে হবে, প্রার্থীরা যে কোন একটি পদে আবেদন করতে পারবে। একের বেশি আবেদনপত্র পূরণ করলে সেটা বাতিল হয়ে যাবে।
(৮) সফলভাবে আবেদনপত্র সাবমিট হয়ে গেলেই একটা প্রিন্ট আউট বের করে রেখে দিতে হবে পরে কাজে লাগবে।
ডকুমেন্টস কি লাগবে?
১. পাসপোর্ট সাইজ কালার ফটো। (50 kb এর মধ্যে)
২. প্রার্থীর সিগনেচার। (50 kb এর মধ্যে)
৩. বাঁ হাতের আঙুলের ছাপ। (50 kb এর মধ্যে)
৪. মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। (2 MB এর মধ্যে)
৫. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)।
৬. অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে) তার পিডিএফ অথবা ইমেজ কপি।
৭. বাসস্থান সার্টিফিকেট।
৮. আধার কার্ড/রেশন কার্ড/ভোটার কার্ড।
নিয়োগ পদ্ধতি
অনলাইন (WEBCSC Recruitment 2025 Last Date) কম্পিউটার টেস্টে ১০০ নম্বরের লিখিত পরীক্ষার মধ্যে লিখিত থাকবে ৮৫ নম্বর এবং ইন্টারভিউ হবে ১৫ নম্বরের।
Stage – I
অলাইনে কম্পিউটর টেস্ট ৮৫ নম্বরের MCQ টাইপের প্রশ্ন হবে এইসব বিষয়ে, বাংলা, ইংরাজী, অঙ্ক, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ক্লারিক্যাল অপ্টিটিউড ইত্যাদি বিষয়ের উপর।
ভুল উত্তরে নেগেটিভ নম্বর থাকবে।
Stage – II
ডেস্ক্রিপটিভ (DWT) লিখিত পরীক্ষা হবে। সেখানে মোট ৫০ নম্বর থাকবে।
Stage – III
টোটাল পরীক্ষার্থীদের কম্পিউটার টেস্ট, ডেস্ক্রিপটিভি টেস্ট এবং মেরিট টেস্টের ফলের উপর নির্ভর করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
সবশেষে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
Important Links
| Official Notification | Download Here |
| Online Apply | Click Here |
| Official Website | Visit Here |


