www.socialsecurity.wb.gov.in Lakshmir Bhandar : লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন! কত টাকা বাড়িয়েছে পশ্চিমবঙ্গ সরকার, কিভাবে আবেদন করতে হবে দেখে নিন।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
www.socialsecurity.wb.gov.in Lakshmir Bhandar

www.socialsecurity.wb.gov.in Lakshmir Bhandar : লক্ষীর ভাণ্ডারের জন্য 2025 সালে আপনি দুয়ারে সরকারে ফর্ম ফিলাপ করেছেন অথবা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাওয়ার জন্য আবেদন করেছেন। আপনি লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছেন কিন্তু কিভাবে অনলাইনে এর স্ট্যাটাস চেক করবেন জানেন না এবং স্ট্যাটাস আপনি চেক করলেন, যদি আপনার অ্যাপলিকেশন আইডি জেনারেট না হয় তাহলে কি করবেন? এই সমস্ত প্রশ্নগুলি সবসময় উঠে আসবে কিন্তু তার সমাধানও নিশ্চিতভাবে দেওয়া সম্ভব।

কতদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাকে? এবং আপনি ফর্ম ফিলাপে কি ভুল করলেন সেই সমস্যার সমাধান হবে ধরুন আপনার অ্যাপলিকেশন আইডি জেনারেট হল না বা সেই অ্যাপলিকেশনটি বা আবেদনপত্রটি বাতিল হয়ে গেল। তখন আপনি কি করা উচিত সমস্ত সমস্যার সমাধান জানতে হলে এই প্রতিবেদনটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন এবং এর সমাধান জেনে নিন সঠিক পদ্ধতিতে।

বাজেট 2025 এ লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ কত টাকা ?

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের বাজেট পেশের পর বিধানসভার একটা অধিবেশন ডেকে বলেন, আমাদের নবম দুয়ারে সরকার এতদূর পর্যন্ত ১২ কোটিরও বেশি মানুষ এসেছেন। বামফ্রন্ট সরকার থাকাকালীন তখন শেষ যে সেনসাস বা আদমশুমারি বা জনগণনা হয়েছিল তাতে দেখানো হয়েছিল ৯ কোটি মানুষ। কিন্তু এখন তা ১১কোটি হয়ে গেছে। লক্ষ্মীর ভাণ্ডারে ইতিমধ্যেই সরকারের খরচা হয়ে গিয়েছে ৫০ হাজার কোটি টাকা। এবছর আরও নতুন করে বরাদ্দ করা হবে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

একটা পরিবারের ৩জন মহিলা সদস্যও লক্ষ্মীর ভাণ্ডার পান। রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে সবার জন্য। একটা পরিবারের কেউ কন্যাশ্রী পাচ্ছেন আবার লক্ষ্মীর ভাণ্ডারটি পাচ্ছেন।যেখানে অনেক রাজ্য আছে তাদের অনেক রকম নিয়মকানুন আছে যেমন- মোবাইল থাকলে হবে না, বছরে ২,৫০,০০০টাকার বেশি ইনকাম হলে দেওয়া হবে না। অনেক রাজ্যে বন্ধও করে দেওয়া হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন রাজ্যের ২কোটি ২১ লক্ষ মহিলারা।

তাছাড়াও এবার দুয়ারে সরকারে আরও কয়েক লক্ষ মহিলা নতুন করে আবেদন করেছেন (www.socialsecurity.wb.gov.in Lakshmir Bhandar) লক্ষ্মীর ভাণ্ডারের জন্য। সেটা কারা কারা পাওয়ার যোগ্য সরকার ক্রস চেক করে দেখে নিয়ে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। এতে কিছু সময়ও লাগতে পারে। যারা এখনও পাননি একটু অপেক্ষা করুন সবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে।

আরও পড়ুন :  দুয়ারে সরকার ক্যাম্পগুলি কোথায় বসবে দেখুন! আপনার এলাকায় ক্যাম্প কোথায় বসবে চেক করে নিন।

বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কত টাকা বাড়ল?

২০২৫ এর বাজেট পেশ ইতিমধ্যে হয়ে গিয়েছে। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই বাজেট পেশ করেছেন। বাজেট পেশের পর একটা অধিবেশন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলনে বলেছেন, এবার লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানো গেল না কারণ হিসাবে তিনি বলেছেন, এতদূর পর্যন্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিতে গিয়ে ৫০ হাজার কোটি টাকা খরচ হয়ে গিয়েছে তাও আবার নতুন করে মহিলারা আবেদন করেছেন এ বছর তাদেরও নতুন করে ডকুমেন্ট ভেরিফিকেশন করে লক্ষ্মীর ভাণ্ডারের ১,০০০টাকা তাদের অ্যাকাউন্টে পৌঁছে দিতে হবে। তবে আশা করা যায় ২০২৬ এর বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ার বিষয়ে কিছু আপডেট আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছু শোনাতে পারেন। এখন আপাতত কোন খবর সেরকম নাই বাড়ানোর ব্য়াপারে।

How to Apply for www.socialsecurity.wb.gov.in Lakshmir Bhandar

১) সর্বপ্রথম আপনার মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ থেকে গুগলের সার্চ ব্রাউজারে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডার লিখে সার্চ করবেন। অর্থাৎ আপনি গুগল যদি ব্যবহার করেন সেখান থেকে লক্ষ্মীর ভাণ্ডার টাইপ করবেন। টাইপ করলে দেখতে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার ওয়েস্ট বেঙ্গল প্রথমে একটি ওয়েবসাইট দেখাবে আপনাকে।

২) প্রথম যে অপশনটি রয়েছে সেই অপশনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন আপনার কাছে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নীচে দিয়ে দেব আপনারা সেখান থেকে প্রবেশ করতে পারবেন।

Documents of Lakshmir Bhandar

www.socialsecurity.wb.gov.in Lakshmir Bhandar

Status (www.socialsecurity.wb.gov.in Lakshmir Bhandar)

ওয়েবসাইটের ইন্টারফেস আপনি দেখতে পাবেন এবং প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে যাওয়ার কোন প্রয়োজন নেই। আপনার আবেদনপত্রটি গৃহীত হয়েছে বা বাতিল হয়েছে সেটা জানার জন্য এখানে একটা অপশন রয়েছে ট্রাক অ্যাপলিকেশন স্ট্যাটাস। এই অপশনে আপনি ক্লিক করবেন। প্রতিবেদনটি মন দিয়ে পড়বেন এবং একটা স্টেপও বাদ দেবেন না যদি বাদ দিয়ে পড়েন তাহলে আপনি যদি কোন সমস্যার সম্মুখীন হন লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের ব্যাপারে এখানে সবকিছু ডিটেলসে বলা হয়েছে সেটা বুঝতে পারবেন না।

সার্চ অপশনে ক্লিক করবেন। চারটি ভাবে কিন্তু আপনি সার্চ করতে পারবেন। অ্যাপলিকেশন আইডি যেহেতু আপনি নতুন আপনার কাছে কোন অ্যাপলিকেশন আইডি নেই। এসএমএসের মাধ্যমে আসে সেক্ষেত্রে আপনি অ্যাপলিকেশনের মাধ্যমে সার্চ করতে পারেন। যে মোবাইল নম্বর আপনি দিয়েছেন সেই মোবাইল নম্বর দিয়ে আপনি সার্চ করতে পারেন। আধার নম্বর দিয়ে সার্চ করতে পারেন বা স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে সার্চ করতে পারেন। এখন স্বাস্থ্যসাথী কার্ড বাধ্যতামূলক নয় তাতে মোবাইল নম্বর বা আধার কার্ড দিয়ে আপনি সার্চ করতে পারেন।

অফলাইনে আবেদন পদ্ধতি

মোবাইল নম্বরের বিষয়টি আপনার জেনে রাখা দরকার। আপনার বাড়িতে একজন লক্ষ্মীর ভাণ্ডার পান। যিনি পান তার মোবাইল নম্বরটি হয়তো আপনি অন্য কোন আবেদনকারীর আবেদন করার সময় দিয়ে দিলেন সেটা কিন্তু করা একদম চলবে না। তা করলে আপনার অ্যাপলিকেশনটি বাতিল হয়ে যেতে পারে।

সেক্ষেত্রে অনেক সময়ই অ্যাপলিকেশনটি (www.socialsecurity.wb.gov.in Lakshmir Bhandar) রিজেক্ট হয় টাকা পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়। আধার কার্ড চয়েস করতে পারেন সেক্ষেত্রে আধার কার্ড নম্বরটি লিখে দেবেন। বা স্বাস্থ্যসাথী কার্ড বা অ্যাপলিকেশন আইডি চয়েস করেন তাহলে এখানে আইডি নম্বরটি দিতে হবে। এবং তারপর ক্যাপচা দিয়ে দেখবেন সার্চ অপশন রয়েছে আপনি সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন নতুন একটি রেজাল্ট চলে এসেছে।

টাইম এবং তারিখ লেখা রয়েছে কবে অ্যাপলিকেশনটি করেছেন এবং ডকিট নম্বর লেখা রয়েছে। যে ব্লকের আণ্ডারে অ্যাপলিকেশনটি জমা পড়েছে সেই ব্লকের কিন্তু নাম দেখাবে। মনে রাখবেন দুয়ারে সরকারের ক্যাম্প ছাড়া এই লক্ষ্মীর ভাণ্ডারে আবেদনপত্র নেওয়া হয় না। তাই আপনি দেখতে পাচ্ছেন 24 তারিখ থেকে শুরু হয়েছিল ক্যাম্প 25 তারিখে এন্ট্রি হয়ে গিয়েছে ব্লকের আণ্ডারে। যেহেতু নতুন আপনার অ্যাপলিকেশনটি অন্তর্ভুক্ত হয়েছে কিনা এভাবেই আপনি চেক করতে পারবেন।

কি করে বুঝবেন আপনার আবেদনপত্রটি বাতিল হয়েছে?

এবং আপনার অ্যাপলিকেশনটি (www.socialsecurity.wb.gov.in Lakshmir Bhandar) যদি রিজেক্ট হয়ে যায় বা আপনি অনলাইনে দেখতে পাচ্ছেন না তার জন্য ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে দুয়ারে সরকারে বলাই রয়েছে যে ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে সমস্ত সংশোধনের কাজটি শেষ করে ফেলতে হবে। অর্থাৎ সমস্ত এন্ট্রির কাজ কমপ্লিট করতে হবে। এন্ট্রি করে টাকা পাবেন সেটা কিন্তু নয় ফেব্রুয়ারির 28 তারিখের মধ্যে আপনার নাম যদি না এখানে দেখায় বা অ্যাপলিকেশন আইডি যদি না দেখায় তখন আপনার কি করা উচিত ভালো করে বুঝে নিন।

আবেদনপত্র বাতিল হলে কি করা উচিত?

সেক্ষেত্রে আপনি জমা করেছিলেন সেই রিসিভড কপিটি রয়েছে সেই রিসিভড কপি এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে শহরের ক্ষেত্রে পৌরসভায় গিয়ে এবং গ্রামের ক্ষেত্রে বিডিও অফিসে যেখানে লক্ষ্মীর ভাণ্ডারের দপ্তর রয়েছে সেই দপ্তরে গিয়ে অরিজিনালের সঙ্গে জেরক্স নিয়ে আপনি যোগাযোগ করবেন এবং কিছু কিছু ক্ষেত্রে দেখবেন অ্যাপলিকেশন রিজেক্ট হয় প্রয়োজনীয় ডকুমেন্টসের অভাবে।

কিরকম ভাবে রিজেক্ট হয়, আপনি হয়তো বিবাহিত আপনার বিয়ে হয়ে গিয়েছে। সেক্ষেত্রে আপনার আগের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে এবং আপনি আধার কার্ডটি নতুন নামে করেছেন বা যে স্বামীর অ্যাড্রেসে করেছেন বা স্বামীর টাইটেল দিয়েছেন সেক্ষেত্রে দুটো মিল হচ্ছে না তখন ব্যাঙ্ক ভ্যালিডেশন বা অ্যাপ্রুভাল দেয় না। রেজিস্ট্রেশনে অ্যাপ্রুভাল দেয় না বা বিভিন্নরকম সমস্যা ঘটতে পারে।

কিছু কিছু ক্ষেত্রে দেখবেন ব্যাঙ্কের তথ্য ভুল রয়েছে। দেখা যায় একই মোবাইল নম্বর বিভিন্ন আবেদনকারীর রয়েছে। এবং আপনার নাম যদি না এখানে দেখায় আপনি ফেব্রুয়ারির 28 তারিখ অবধি অপেক্ষা করবেন আশা করি আপনার রেজিস্ট্রেশন নম্বর বা অ্যাপলিকেশন আইডি এখানে দেখাবে। না দেখালে আপনি পৌরসভার সঙ্গে যোগাযোগ করবেন তারা আপনার বিষয়টি সমাধানের চেষ্টা করবে। এবং গ্রামে যদি বাস করেন তাহলে বিডিও অফিসে গিয়ে বলবেন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দেখাবেন তাহলে তারা আপনার সমস্যাটি নিশ্চিত সমাধান করে দেবেন।

Conclusion

আশা করি আমার প্রতিবেদনটা আপনাদের ভালোই লেগেছে। এরকম আরও অনেক প্রকল্পের আপডেট পাওয়ার জন্য আমার ওয়েবসাইট ভিজিট করে প্রতিবেদনগুলি দেখতে পারেন।

এবং কোনোরকম অসুবিধা হলে আপনি কমেন্ট করে জানান নিচে কমেন্ট বক্স আছে আপনি ম্যাসেজের মাধ্যমে আমাদেরকে জানান আমরা আপনাকে সবরকম তথ্য দিয়ে সাহায্য করব যাতে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনের বিষয়ে বা টাকা পাওয়ার বিষয়ে কোন অসুবিধার সম্মুখীন হতে না হয়।

Important Links

Lakshmir Bhandar Notification Download Here
Application FormDownload Here
Official WebsiteClick Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment