Xiaomi 16 Series লঞ্চ হবার কথা চাইনাতে ২০২৫ এর ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে। Xiaomi কোম্পানী তাদের চারটে ফোন একসাথে লঞ্চ করবে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। সেগুলি হল- Xiaomi 16, 16 Pro, 16 Pro Mini এবং 16 Ultra প্রভৃতি।
কিছু ওয়েবসাইট যেখানে সব তথ্য ফাঁস করা হয় সেইসব ওয়েবসাইটে এবং চীনের কিছু মাইক্রোব্লগিং সাইটে আগামী Xiaomi 16 Series আগেই বলে দিচ্ছে এতে 50মেগাপিক্সেলের সেনসর থাকছে ফোনের সামনের দিকে তাতে সেল্ফি এবং ভিডিও কলের সুবিধা প্রদান করে।
বিশেষজ্ঞের মতে, বড়ো ধরনের প্রাইমারি রিয়ার ক্যামেরা সেনসর থাকবে এবং পেরিস্কোপ শ্যুটারও থাকবে বলে জানা যাচ্ছে। Xiaomi Pro Mini তে ওয়্যারলেস চার্জার থাকছে এবং বিশেষজ্ঞ ইঞ্জিনীয়ারদের আদর্শ অনুযায়ী তারা সবসময় লেগে রয়েছে কিভাবে ব্যাটারির ক্যাপাসিটি উন্নত করা যায় সেই বিষয় নিয়ে।
বিশেষজ্ঞের মতে Xiaomi নজর কাড়বে ব্যবহারকারীদের
তবে বিশেষজ্ঞরা দাবি করছে ব্যবহারকারীদের কাছে Xiaomi 16 Series খুবই পছন্দের হবে। তবে আশা করা যাচ্ছে যে একটা ফ্ল্যাগশিপ লেভেলের ব্যাটারি, চিপসেট এবং মিডিয়াম আয়তনের ডিসপ্লে দেওয়া হবে যাতে আলাদাই একটা অভিজ্ঞতা হয় ব্যবহারকারীদের কাছে।
Xiaomi 16 Series ব্যবহার করবে স্ন্যাপড্রাগনের শক্তিশালী প্রসেসর
Xiaomi 16 Series এ আশা করা যাচ্ছে Snapdragon 8 Elite 2 chipset দেওয়া হচ্ছে এটা হল কোয়ালকমের দ্বারা এখনো পর্যন্ত শক্তিশালী মোবাইল চিপসেট। প্রো মিনি এবং প্রো ভ্যারাইয়েন্টেও 6.3 ইঞ্জি এবং 6.8 ইঞ্জি ডিসপ্লে ব্যবহার করা হবে।

Xiaomi 16 Pro হ্যাণ্ডসেটের পিছনে থাকছে পেরিস্কোপ টেলিফটো শ্যুটার Xiaomi 16 Ultra তে থাকবে 1 ইঞ্জি 50 মেগাপিক্সেলের SC5A0CS SmartSens Camera developed by Smartsens a China Company।