Yuvashree Annexure-III Submit Update 2025 : ১,৫০০ টাকা পাওয়ার জন্য যুবশ্রী অ্যানেক্সার-3 ফর্ম জমা করুন! না হলে বন্ধ হবে আপনার টাকা।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Yuvashree Annexure-III Submit Update 2025

Yuvashree Annexure-III Submit Update 2025 : যুবশ্রী প্রকল্পে যারা টাকা পেয়ে থাকেন তাদের প্রতি ছয় মাস অন্তর অন্তর একটা করে স্মারকলিপি জমা দিতে হয় অর্থাৎ আপনি 1,500 টাকা নিয়ে কি করছেন তারই কিন্তু আপডেট আপনাদেরকে দিতে হবে। কেউ পড়াশোনা করেন, কেউ কোন কোর্স করেন, কেউ কম্পিউটার কোর্স করেন, কেউ ট্রেনিং করেন, কেউ টেলারিং করেন, কেউ টাইপ করেন এইরকম নানাবিধ কাজ কিন্তু এই টাকার মাধ্যমে করে থাকেন।

তিনি টাকা নিয়ে কি করছেন তা Annexure-3 এর মাধ্যমে বাস্তবে তার প্রকাশ করতে হয়। বাস্তবে সেই টাকার মাধ্যমে কবে কোর্স করেছেন, কোথায় করেছেন, তার অ্যাড্রেস কি তার সমস্ত কিছু সাবমিট কিন্তু করতে হয় Annexure-3 র মাধ্যমে।

বিজ্ঞপ্তি (Yuvashree Annexure-III Submit Update 2025)

Annexure-3 র ডেট কিন্তু দিয়ে দিয়েছে। আগে বলেছিলাম যে অ্যানেক্সার 3 কবে থেকে দেওয়া হবে তার তারিখ কিন্তু এই মুহূর্তে দিয়ে দেওয়া হল। আপনারা প্রতিবেদনটা পুরো পড়বেন এবং বুঝবেন।

এই অ্যানেক্সার 3 না দেওয়ার কারণে টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়। তো স্পষ্টভাবে উল্লেখ করা আছে অ্যানেক্সার 3টা কিন্তু জমা করতেই হবে। এই অ্যানেক্সার 3 জমা না করলে আপনারা টাকা পাবেন না। এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে যারা টাকা পান এটাই ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট।

তাহলে, যারা টাকা পান তারা অতি অবশ্যই অ্যানেক্সার 3 জমা (Yuvashree Annexure-III Submit Update 2025) করুন এবং সবাইকে জানিয়ে দাও। তারিখ শুরু হয়ে গিয়েছে। 18 দিনের মধ্যে যদি জমা না দেন তাহলে আপনাদের টাকা ঢোকা বন্ধ হবে।

Read More : দুয়ারে সরকার ক্যাম্পগুলি কোথায় বসবে দেখুন! আপনার এলাকায় ক্যাম্প কোথায় বসবে চেক করে নিন।

Yuvashree Annexure-III Submit Update 2025

আপনারা নিজে নিজে এই ফর্মটি সাবমিট করতে পারবেন। যারা নিজে নিজে ফর্মটি সাবমিট করতে পারবেন না তারা নিকটবর্তী এক্সচেঞ্জ অফিস এবং তথ্যমিত্র কেন্দ্র ও বাংলা সহায়তা কেন্দ্রে গিয়ে আপনারা কাজটি করতে পারবেন। অবশ্যই আপনারা 30.01.2025 তারিখ থেকে 18.02.2025 তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট (Yuvashree Annexure-III Submit Update 2025) করে দেবেন। আপনারা যদি সাবমিট না করেন এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের প্রোফাইল বন্ধ করে দেওয়া হবে আপনাদের। এবং প্রতি মাসে যে আপনারা 1,500 টাকা পাচ্ছিলেন সেটি কিন্তু আর পাবেন না। এখানে কিন্তু বলে দিচ্ছি, যারা এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক বা বেকার ভাতায় নাম লিখিয়েছেন কিন্তু এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না তারা কি করবেন? তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা অপেক্ষা করতে থাকুন এবং এমপ্লয়মেন্টে ব্যাঙ্কের যে ওয়েবসাইটটি আছে সেটা সবসময় দেখুন। সবাই দেখতে পাবেন আপনার নাম এসেছে কিনা। আপনাদের যদি ওয়েটিং লিস্টে নাম থাকে তাহলে সরাসরি আপনাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে।

আবেদন পদ্ধতি

  1. প্রথমে employmentbank.gov.in এই ওয়েবসাইটটিতে যাবেন।
  2. তারপর নীচের দিকে দেখতে পাবেন সাবমিট অ্যানেক্সার 3।
  3. যারা 1,500 টাকা করে ভাতা পাচ্ছেন তারা ছয় মাস অন্তর এই ফর্মটি ফিলাপ করবেন।
  4. সাবমিট অ্যানেক্সার 3 তে ক্লিক করার পর একটি পেজ খুলে যাবে।
  5. যেখানে লেখা থাকবে আপডেট অ্যানেক্সার 3।
  6. এখানে আপনার ইউজার আইডি অর্থাৎ এনরোলমেন্ট নম্বরটি বা ইডি নম্বরটি আপনারা এখানে লিখবেন।
  7. তারপর পাসওয়ার্ড চাইবে যে পাসওয়ার্ডটি আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক থেকে দেওয়া হয়েছিল।
  8. এরপর সিকিউরিটি কোর্ড, এই কোর্ডটি দেওয়া থাকলে সেই কোর্ডটি আপনারা দেখে দেখে ভালোভাবে লিখবেন।
  9. এরপর সাবমিট বাটনে ক্লিক করবেন।
  10. আপনাদের সামনে আর একটি পেজ খুলে যাবে।
  11. একটু নীচের দিকে স্ক্রল ডাউন করলে আপনারা দেখতে পাবেন Jobseeker নেম আপডেট 3
  12. আপনার নামটি ভালোমতো মিলিয়ে নেবেন তারপর সিলেক্ট চয়েজ।
  13. এখানে দুটি অপশন দেওয়া থাকবে, যে কোন একটি সিলেক্ট করতে হবে।
  14. এখানে প্রথমে বলেছে, স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং বা সেল্ফ এমপ্লয়মেন্ট।
  15. সেল্ফ এমপ্লয়মেন্ট হলে আপনারা এই জায়গায় ক্লিক করবেন আর যদি কম্পিউটার ট্রেনিং অন্য কিছু হলে স্কিল ডেভেলপমেন্ট জায়গায় ক্লিক করবেন।
  16. ক্লিক করার পর আপনাদের সাবমিট চয়েজে ক্লিক করতে হবে।
  17. আপনাদের সামনে আর একটি পেজ খুলে যাবে।
  18. একটু নীচের দিকে এলে আপনারা দেখতে পাবেন অ্যানেক্সার 3।
  19. অ্যানেক্সার 3 ডিক্লেরেশন এই ফর্মটি আপনারা ভালোমতো ভাবে ফিলাপ করবেন।
  20. এখানে আপনাদের নাম এবং এনরোলমেন্ট নাম্বারটি দেখতে এইসব কিছু সব মিলিয়ে নেবেন।
  21. মিলিয়ে নেবার পর আপনারা এই চেক বক্সে টিক মার্ক করবেন।
  22. এখানে আপনারা অনেকেই ভুল করেন তাই ভালো মতো দেখে পূরণ করবেন।
  23. এখানে কম্পিউটার কোর্স, ট্রেনিং যে কোনটা একটা কোর্স আপনারা দিয়ে দেবেন।
  24. দিয়ে দেবার পর নেম অ্যাণ্ড অ্যাড্রেস ট্রেনিং ইনস্টিটিউট। এই ট্রেনিং অ্যাড্রেসটি কোথায় আছে সেগুলি লিখবেন।
  25. তারপর এখানে তারিখটি এখানে বসাবেন। ছয় মাস হিসেব করে নিয়ে তারিখটি বসাবেন।
  26. এখন রিমার্কে আপনারা রানিং বা কনটিনিউ লিখে দেবেন।
  27. যদি আগেরবার অ্যানেক্সার 3 সাবমিট করার সময় আধার নম্বর দিয়ে থাকেন তাহলে সেই আধার নাম্বারটি এখানে লেখা থাকবে।
  28. এরপর দুটো চেক বক্সে আপনারা টিক মার্ক করে দেবেন।
  29. করে দেবার পর আপনারা সাবমিট অ্যানেক্সার 3 এই জায়গায় ক্লিক করবেন।
  30. এরপর আর একটি পেজ খুলবে যেখানে বলেছে your annexure 3 has already been submitted. আপনার অ্যানেক্সার ফর্মটি জমা হয়ে গেছে। তারিখ এবং সময় আপনারা দেখতেই পাবেন বর্তমান সময় ও তারিখ দেওয়া থাকবে।
  31. তারপর Print Acknowledgement এই জায়গায় ক্লিক করে আপনারা প্রিন্ট আউট বার করে রাখতে পারবেন।

আশা করি এই প্রতিবেদনে (Yuvashree Annexure-III Submit Update 2025) অনেক তথ্য আপনাদের জানাতে পারলাম।

Important Links

Yuvashree Annexure-III (pdf)Download Here
Official WebsiteVisit Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment