Zilla Parishad South 24 Parganas Recruitment: দক্ষিণ চব্বিশ পরগণা জিলা পরিষদ নিয়োগ! পোষ্টের নাম হিয়ারিং অফিসার।

By Subhasis Ghosal

Published On:

Follow Us
Zilla Parishad South 24 Parganas Recruitment

Zilla Parishad South 24 Parganas Recruitment: দক্ষিণ চব্বিশ পরগণা জেলা পরিষদে হেয়ারিং অফিসার নিয়োগ করছে। অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রার্থীদের। যারা জেলা পরিষদে কাজ করতে ইচ্ছুক তারা ২৯ এপ্রিলের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দাও নীচে ঠিকানা দেওয়া আছে সেই ঠিকানায়।

হেয়ারিং অফিসার পদের শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, আবেদন জানানোর পদ্ধতি, নিয়োগ প্রক্রিয়া কিভাবে সম্পন্ন হবে এই সব বিস্তারিত আজকের প্রতিবেদনে। সঙ্গে থাকুন।

নিয়োগকারী দপ্তর : Zilla Parishad South 24 Parganas

শূন্যপদের সংখ্যা

হেয়ারিং অফিসার পদের ক্ষেত্রে অনেকগুলি শূন্যপদ রয়েছে। অফিসিয়ালি নোটিফিকেশন ভালো করে খুঁটিয়ে দেখে নেবেন।

শিক্ষাগত যোগ্যতা

এই পদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে দক্ষিণ চব্বিশ পরগণার অফিসিয়াল ওয়েবসাইট চেক করে নেবেন। বিস্তারিতভাবে সমস্ত কিছু আলোচনা করা আছে।

বেতনক্রম (Zilla Parishad South 24 Parganas Recruitment)

সরকারি নিয়ম অনুসারে বেতন দেওয়া হবে। বেতন পরিকাঠামো দেখতে নোটিফিকেশন চেক করুন।

Read More:  ডিভিসিতে এক্সিকিউটিভ, ফোরম্যান নিয়োগ! বেতন, ১,৭৭,৫০০ টাকা।

আবেদন ফি

কোনরকম আবেদন ফি উল্লেখ এখানে করা নেই।

বয়সসীমা (Zilla Parishad South 24 Parganas Recruitment)

জিলা পরিষদ চব্বিশ পরগণার সরকারি নোটিফিকেশন অনুয়ায়ী ইচ্ছুক প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৬৫ বছর হতে হবে। (01/03/2025 অনুযায়ী বয়স হিসাব করে নিতে হবে।)

আবেদন প্রক্রিয়া

  • প্রথমে জিলা পরিষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  • জিলা পরিষদে দক্ষিণ চব্বিশ পরগণার নিয়োগ অথবা ক্যারিয়র অপশনে গিয়ে কোন পদের জন্য আবেদন করবেন পছন্দ করুন।
  • ওয়েবসাইটে নোটিফিকেশন লিঙ্ক থেকে হেয়ারি অফিসার পদের আবেদনপত্র ডাউনলোড করে নিন।
  • আবেদনের লেস্ট তারিখ চেক করুন।
  • এবং আবেদনপত্র ভালো করে পড়ে তা নিজের হাতে পূরণ করুন নিখুঁতভাবে।
  • আবেদন ফি থাকলে দেবেন নাহলে দেবেন না।
  • পূরণ করা আবেদনপত্র পোষ্টের মাধ্যমে পাঠিয়ে দিন নির্দিষ্ট ঠিকানায়।
  • আবেদনপত্রের একটা জেরক্স কপি অথবা স্ক্রিনশট নিয়ে রাখবেন পরে দরকার লাগবে।

আবেদন পাঠানোর ঠিকানা

খামে ভরা দরখাস্ত সমস্ত ডকুমেন্টসহ জেরক্স কপি এবং অ্যাটেস্টেডসহ পাঠিয়ে দিন এই ঠিকানায়-

To The Executive Officer, Zilla Parishad South 24 Parganas, New Administrative Building,2nd And 3rd Floor, Alipore, Kolkata 700027.

নিয়োগ প্রক্রিয়া

পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে হেয়ারিং অফিসার (Zilla Parishad South 24 Parganas Recruitment) পদে নিযুক্ত করা হবে। শেষে ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

Important Dates

Starting Date Apply Offline26/03/2025
Last Date Apply Offline29/04/2025

Important Links

Official Notice Download Here
Official WebsiteClick Here

Subhasis Ghosal

শুভাশিস ঘোষাল! wbschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে আর্টস নিয়ে স্নাতক।

Leave a Comment